জমে উঠেছে হাওড়া বাজি মেলা। খুশি ক্রেতা-বিক্রেতা সকলেই। হাওড়ার চ্যাটার্জিপাড়ায় ব্যাঁটরা সম্মিলনীর ময়দানে চলছে সপ্তাহব্যাপী ওই বাজি মেলা। কালী পুজো এবং দীপাবলীর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাজি মেলার শুভ উদ্বোধন হয়। আতশবাজি বিক্রেতারা জানান, বাজি মেলায় এবার বিক্রিবাট্টা ভালোই।
মানুষ বাজি কিনতে আসছেন। চাহিদাও রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথম ২ দিন সমস্যা হলেও শনিবার থেকে ক্রেতাদের ভীড় হচ্ছে। অন্যদিকে ক্রেতারা জানান, তারাও খুশি এতগুলি স্টল হওয়ায় পছন্দমতো বাজি তারা কিনতে পারছেন।
হাওড়া বাজি মেলা কমিটির সম্পাদক সৌমিত্র মন্ডল বলেন, আমরা যথাসাধ্য প্রচার করার চেষ্টা করেছি। মেলায় লোক যথেষ্টই আসছেন। প্রাকৃতিক দুর্যোগে ২ দিন ধরে বৃষ্টিতে রাস্তায়, মাঠে জল জমে ছিল। রোদ উঠতেই মাঠ একটু শুকোনোর পরেই ক্রেতারা আসছেন। এখান থেকে বাজি কিনে মানুষ খুশি। কারণ এখানে কোনও অবৈধ বাজি বিক্রি হয় না। এখানে বাজির দামের তালিকাও দেওয়া আছে।
বাজি বিক্রেতা মানিন্দর সিং বলেন, এখানে প্রতিটি বাজিতে গ্রিন লোগো দেওয়া আছে। এছাড়া দামের তালিকাও দেওয়া আছে। এক ক্ষুদে ক্রেতা জানায়, প্রতি বছর এখান থেকে বাজি কিনি। এবার বাবা মায়ের সঙ্গে বাজি কিনতে এসেছি। এখান থেকে ফুলঝুরি, রঙ মশাল, চরকি প্রভৃতি বাজি কিনেছি। কালী পুজোর দিন এই বাজি ফাটাবো।