ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনি অঞ্চলের ধবশোল এলাকায় রামলাল ও ফকলা মুন্ডা নামে দুটি হাতি কয়েক দিন ধরে ধান চাষের জমিতে গিয়ে তান্ডব চালিয়ে বেশ কয়েক বিঘা জমির পাকা ধান মাঠেই নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানান । বর্তমানে ফকলা মুন্ডা নামক হাতিটি ওই এলাকা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে।
কিন্তু এলাকায় রয়ে গিয়েছে রামলাল নামক একটি পূর্ণ বয়স্ক দাঁতাল হাতি। রামলাল ধান চাষের জমিতে গিয়ে সোমবার সকাল থেকে তান্ডব চালিয়ে মাঠে থাকা কয়েক বিঘা জমির পাকা ধান নষ্ট করে দিয়েছে বলে ওই এলাকার বাসিন্দারা জানান । গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও রামলাল কে ধান চাষের জমি থেকে অন্য জায়গায় পাঠাতে পারছে না।
গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানিয়েছে। কিন্তু বন দফতরের কোন কর্মী এলাকায় না যাওয়ায় গ্রামবাসীরা আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। কয়েকদিন ধরে যেভাবে রামলাল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তার ফলে ধান ও সবজি চাষের ক্ষতির পাশাপাশি ঘর বাড়ির ক্ষতির ও আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
শান্ত স্বভাবের রামলাল কে এভাবে দেখে অবাক এলাকার বাসিন্দারা। রামলাল নামক হাতি টি ঝাড়গ্রাম জেলার প্রায় প্রতিটি মানুষের কাছে পরিচিত একটি হাতি। সে কখনো তাণ্ডব চালিয়ে ফসলের ও ঘরবাড়ির ক্ষতি করেনি। কিন্তু কয়েকদিন ধরে রামলাল এর তাণ্ডব দেখে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।
তাই ওই এলাকার গ্রামবাসীদের পক্ষ থেকে রামলাল নামক ওই হাতি টি কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দফতর কে জানানো হয়েছে।