ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।
ক্ষমতার অপব্যবহার করে জাল সইয়ের মাধ্যমে ৩ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার সাবেক সিনিয়র ক্যাশ অফিসার ও ক্যাশ ইনচার্জ এফএম শামসুল ইসলাম ওরফে ফয়সাল (৪২)সহ আট কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহী মহানগর বিশেষ আদালতের বিচারক আল আসাদ মো: আসিকুজ্জামানের কাছে এই চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটভুক্ত অন্যরা হলেন- মো : মাজেদুল ইসলাম ডেপুটি ম্যানেজার (বরখাস্তকৃত), মো: মাহবুবুল আলম সাবেক অফিসার (ক্যাশ), মো: আতাউর রহমান সাবেক অফিসার (ক্যাশ), শাহ মাসুদ জামাল সাবেক এসএভিপি (বর্তমানে অবসরপ্রাপ্ত), রাকেশ কুমার দত্ত ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ), মোসা: ফাহমিদা উম্মে নাজনীন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, এবং মো: সেলিম রেজা খান সাবেক ম্যানেজার ও জোনাল ম্যানেজার (বরখাস্তকৃত)।
দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বলেন, ২০২০ সালের ১২ ফেব্রæরি শামসুল ইসলাম ওরফে ফয়সালসহ আটজনের নামে মামলা করে দুদক। এরপর তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম চার্জশিট দাখিল করেন।