রাস উৎসবের কথা বললেই নবদ্বীপের রাসের কথা সবার আগে মনে পড়ে। যদিও রাজ্যের বিভিন্ন জেলার জাঁকজমকপূর্ণ রাস উৎসব সেই জেলার পাশাপাশি অন্যান্য জেলার মানুষের কাছেও সমান গুরুত্বপূর্ণ। যেমন হাওড়া জেলার উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির রাস উৎসব।
এই বছর এই রাস উৎসব ৭৪ তম বর্ষে পদার্পণ করল। তবে শুক্রবার শুধুমাত্র রাসমঞ্চ সাজিয়ে পুজো ছাড়া অন্য কিছু হয়না। উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থা সূত্রে খবর আগামী ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাস উৎসবের সূচনা হবে।
মেলা চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। এদিকে রাস উৎসবকে ঘিরে কালীবাড়ি প্রাঙ্গণে বিশাল মেলা বসে। মেলায় খাবারের দোকান ছাড়াও, খেলনা, বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর দোকান ও বসে।
এদিকে উলুবেড়িয়ার রাস উৎসবকে ঘিরে ইতিমধ্যেই কালীবাড়ি প্রাঙ্গণে দোকান বসতে শুরু করেছে। কালীবাড়ি কমিটি সূত্রে খবর একমাস ব্যাপী চলা এই রাস উৎসবে হাওড়া জেলা ছাড়াও প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভীড় জমায় এখানে। আর দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুলিসি নিরাপত্তা সহ সবরকম আয়োজন ও করা হয়।