শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো… ছুটি পেলেই লম্বা রাইডে যেতে ভালোবাসেন? ভাবছেন এমন একটা বাইক যদি হতো যা ডেইলি ইউজের জন্য সেরা আবার লম্বা রাইডেও সেরা। তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। সেরা এমন তিনটি বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে যা প্রত্যেকদিন যত খুশি ব্যবহার করুন আবার লম্বা রাইডেও আরামদায়ক একটা সফর দেবে।
এখানেই শেষ নয়, মাইলেজও পাবেন আপনার চাহিদা মতোই। ভাবছেন এমন বাইক আছে কিনা? আছে… । এমনকী Honda, Bajaj কিংবা TVS এর মতো সংস্থার বাইকেই এই তিন সুবিধা পাবেন। জেনে নিন খুঁটিনাটি সমস্ত তথ্য (Best Bike Under 1.5 Lakh) –
Honda Unicorn 160
দাম: 1.19 লাখ টাকা
Unicorn Honda র একটি সেরা বিক্রিত বাইক। একেবারেই সাধারণ ডিজাইনের এই বাইক নতুন প্রজন্মের নজর কেড়েছে। সিটি এবং হাইওয়ের জন্য সেরা এই বাইক। দারুণভাবে ডেলি ইউজের জন্য সেরা Honda Unicorn 160। এমনকী লম্বা রাইড করতে চাইলেও ধোঁকা দেবে না। এই বাইকে 160cc PGM-FI এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 13.46PS পাওয়ার দেয়। Honda Unicorn 160 বাইকটির সামনের চাকায় 240mm ডিস্ক ব্রেক এবং পিছনে 130mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। দারুণ একটা ব্রেকিং সিস্টেমের জন্য এতে সিঙ্গল চ্যানেল ABS দেওয়া হয়েছে।
Best Bike Under 1.5 Lakh: Bajaj Pulsar 150
দাম: 1.10 লাখ টাকা
Bajaj Pulsar 150 ইয়ং জেনারেশনের প্রথম পছন্দের বাইক। বছরের পর বছর এখন বিক্রির নিরিখে নম্বর ১।
প্রত্যেকদিনের ব্যবহার হোক কিংবা দীর্ঘ রাস্তায় যত খুশি দৌড়ান, সবসময় পাশে থাকবে Bajaj Pulsar 150। এতে 150cc এর আধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে। যা 14 PS পর্যন্ত পাওয়ার দেবে। Bajaj Pulsar 150-তে 5 স্পিড গিয়ারবক্সের সুবিধা পাবেন। নিরাপত্তার জন্য, এতে ডুয়াল ডিস্ক ব্রেক সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের সুবিধা রয়েছে।
Best Bike Under 1.5 Lakh: TVS Apache 160 2V
দাম: 1.20 লাখ টাকা
TVS Apache আরও একটি বিক্রিত বাইক। বোল্ড ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন গ্রাহকদের নজর কেড়েছে। এতে 159.7cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 16.04 PS পাওয়ার দেয়। ভালো ব্রেকিংয়ের জন্য, এই বাইকে ডিস্ক ব্রেক সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের সুবিধা রয়েছে।
সবথেকে বড় ব্যাপার, এই তিন বাইকের রক্ষণাবেক্ষন খরচ শূন্য। কলকাতায় যদিও এই বাইকের দাম আলদা হবে।
ছবি সৌজন্য- www.honda2wheelersindia.কম