ব্রেকিং

Kiara Advani Marriage Beauty Tips: বিয়ের আগে কিয়ারা আদবানির মতো ত্বকের যত্ন চান? রইল বিউটি টিপস

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। বলিউড সুন্দরী কিয়ারা আদবানির সৌন্দর্যে মাত গোটা দেশের ফ্যানরা। বক্স অফিসে যেমন কামাল করেন তিনি, তেমনই তাঁর সৌন্দর্যের চর্চা সব মহলেই। সোস্যাল মিডিয়াতেও তিনি সমান সক্রিয় এবং বলাই বাহুল্য় তাঁর ভক্তের সংখ্যাও কম নয়। তাঁর নজরকাড়া....

Kiara Advani Marriage Beauty Tips: বিয়ের আগে কিয়ারা আদবানির মতো ত্বকের যত্ন চান? রইল বিউটি টিপস

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। বলিউড সুন্দরী কিয়ারা আদবানির সৌন্দর্যে মাত গোটা দেশের ফ্যানরা। বক্স অফিসে যেমন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

বলিউড সুন্দরী কিয়ারা আদবানির সৌন্দর্যে মাত গোটা দেশের ফ্যানরা। বক্স অফিসে যেমন কামাল করেন তিনি, তেমনই তাঁর সৌন্দর্যের চর্চা সব মহলেই। সোস্যাল মিডিয়াতেও তিনি সমান সক্রিয় এবং বলাই বাহুল্য় তাঁর ভক্তের সংখ্যাও কম নয়। তাঁর নজরকাড়া সৌন্দর্যের কারণে পুরুষদের হার্টথ্রব হওয়ার পাশাপাশি মহিলা-যুবতীদেরও হিংসার পাত্র তিনি।

কিয়ারা বরাবরই তাঁর নিখুঁত এবং মসৃণ ত্বকের জন্য পরিচিত। সারাদিন শ্যুটিংয়ের ব্যস্ততা, ধুলো-বালির মধ্যেও কীভাবে ত্বকের এই উজ্জ্বলতা ধরে রাখেন কিয়ারা? একটি সাক্ষাৎকারে সে কথা ফাঁস করেন নিজেই।

কিয়ারা জানিয়ে দিয়েছেন তাঁর ত্বকের গোপন রহস্যের কথা। যাঁদের সামনে বিয়ে, আর যাদের বিয়ে নয়, তাঁরা সকলেই অনুসরণ করতে পারেন কিয়ারার এই বিউটি টিপস। তাহলেই কিয়ারার মতো উজ্জ্বল ও মসৃণ ত্বক মিলবে। আপনাকেও লাগবে অনন্য। ট্রাই করে দেখতে পারেন কিয়ারার টিপস।

টম্যাটো বাটা: ভার্ভ ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার কিয়ারা জানিয়েছেন, উজ্জ্বল এবং মসৃণ ত্বক ধরে রাখতে কীভাবে রূপচর্চা করেন। কিয়ারা জানান, টম্যাটোর পেস্ট তৈরি করে প্রতিদিন মুখে লাগান তিনি। এটাই ত্বকে উজ্জ্বল আভা এনে দেয়। ত্বকের যত্ন নেওয়ার জন্য ঘরোয়া উপাদানেই বেশি ভরসা রাখেন অভিনেত্রী।

ত্বকের জন্য টম্যাটো: এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো ত্বকের জন্য একেবারে আদর্শ। তাই কিয়ারা যদি এই প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনারাও পারবেন। তবে টম্যাটো যে সত্যিই ত্বকে প্রাকৃতিক আভা এনে দেয় এতে কোনও সন্দেহ নেই।

ভিটামিন ই ময়েশ্চারাইজার: টম্যাটোর পেস্টের পাশাপাশি কিয়ারা সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করেন। তবে সাধারণ ময়েশ্চারাইজার নয়, কিয়ারা স্পষ্ট জানিয়েছেন, তিনি শুধু ভিটামিন ই-যুক্ত ময়েশ্চারাইজারই ব্যবহার করেন। তাতে ত্বকের পুষ্টি বজায় থাকে।

বেসন স্ক্রাব: কিয়ারা বেসন দিয়ে একটি স্ক্রাব তৈরি করেন। কিয়ারা বলেছিলেন, ফ্রেশ ক্রিম আর বেসন মিশিয়ে একটা পেস্ট তৈরি করে দেন তাঁর মা। এটা ত্বকে স্ক্রাবের কাজ করে। মাসে অন্তত একবার বা দুবার যেন এই স্ক্রাব ব্যবহার করেন তিনি।

ওয়ার্কআউট: সুন্দর এবং স্বাস্থ্যোজ্বল ত্বক পেতে রূপচর্চার সঙ্গে পুষ্টিকর খাবার এবং ব্যায়ামও জরুরি। কিয়ারা সেই কথা মেনে ওয়ার্কআউটে ফাঁকি দেন না। প্রতিদিন ভোরে ২০ মিনিট দৌড়নো তাঁর ওয়ার্কআউট রুটিনের অপরিহার্য অংশ। কিয়ারার মতে, এটাই তাঁর ত্বকে প্রাকৃতিক আভা এনে দেয়।

তাহলে আর দেরি না করে আপনিও লেগে পড়ুুুুন। আর চমকে দিন সকলকে।

আজকের খবর