অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদে বুধবার সকালে দক্ষিন পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় ফুলেশ্বর ষ্টেশনে রেল অবরোধে সামিল হল নিত্যযাত্রীরা। প্রায় ঘন্টাখানেক রেল অবরোধের পর রেল অবরোধ ওঠে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে বুধবার সকালে ডাউন উলুবেড়িয়া লোকাল ফুলেশ্বর ষ্টেশনে নির্দিষ্ট সময়ে আসার কথা থাকলেও প্রায় আধ ঘন্টার বেশী সময় হয়ে গেলেও ট্রেন না আসায় ১০টা ৪০ মিনিট নাগাদ ক্ষুব্ধ যাত্রীরা রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীরা ষ্টেশনের ডাউন ও মেন লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
অন্যদিকে রেল অবরোধের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান আরপিএফ ও জিআরপির আধিকারিকরা। আসেন রেলের আধিকারিকরা। পরে তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্য সমাধানের আশ্বাস দিলে আধঘন্টা পর রেল অবরোধ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই দক্ষিন পূর্ব রেলের ট্রেন চলাচল অনিয়মিত। ফলে প্রতিদিন বিভিন্ন কাজে যাওয়া নিত্যযাত্রীদের নানা সমস্যার মুখে পড়তে হয়।
এই ব্যাপারে বিভিন্ন ভাবে রেল কর্তৃপক্ষ্যের দৃষ্টি আকর্ষন করলেও সমস্যার সমাধান হয়নি। সেই কারণে আজ বাধ্য হয়ে ফুলেশ্বর ষ্টেশনে রেল অবরোধ করা হয়েছে।
এই ব্যাপারে দক্ষিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরন জানান ট্রেন দেরীতে চলা নিয়ে সকালে ফুলেশ্বর ষ্টেশনে রেল অবরোধ হয়েছিল। যদিও পরে রেল অবরোধ উঠে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।