শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।
কলকাতা বইমেলার শেষ দিনে চলবে অতিরিক্ত মেট্রো। ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলাকালীন গ্রীন লাইন – ১ – এ চলছে অতিরিক্ত বিশেষ মেট্রো পরিষেবা।
এবার মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, কলকাতা বইমেলার শেষ দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত উপলব্ধ থাকবে অতিরিক্ত বিশেষ পরিষেবা।
বইপ্রেমীদের সুবিধার্থে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বইমেলার প্রথম দিন অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালাচ্ছিল মেট্রোরেল।
মেট্রোরেল সূত্রে খবর, গত রবিবারের মতো আগামী রবিবারও একইভাবে চলবে বিশেষ পরিষেবা। ৯ ফেব্রুয়ারি গ্রীন লাইন – ১ – এ মোট ৭৪ টি মেট্রো চলবে। দুপুর ২ টো ১৫ মিনিট থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া যাবে মেট্রোর বিশেষ পরিষেবা। এছাড়াও দুপুর ২ টো ১৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত প্রতিটি মেট্রো পরিষেবা মিলবে ১২ মিনিটের ব্যবধানে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম পরিষেবা মিলবে দুপুর ২ টো ১৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম মেট্রো চালানো হবে দুপুর ২ টো ২৫ মিনিটে।
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাতের শেষ মেট্রো পরিষেবা চলবে রাত ৯ টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত রাতের শেষ মেট্রো চলবে ৯ টা ৪০ মিনিটে।
প্রসঙ্গত, গ্রীন লাইনে মেট্রো পরিষেবা ৬ টা ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া যাবে। বই মেলার দিনগুলিতে বিকেল ৪ টে বেজে ৪০ মিনিট থেকে সন্ধ্যে ৭ টা বেজে ৫৫ মিনিটের পরিবর্তে দুপুর ২ টো বেজে ৫ মিনিট থেকে ৯ টা বেজে ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ গামী প্রথম পরিষেবা মিলবে ৬ টা বেজে ৫৫ মিনিটে।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সন্ধ্যে ৭ টা বেজে ৫ মিনিটে। শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দুপুর ১ টা বেজে ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ পরিষেবা মিলবে রাত ৯ টা ৪০ মিনিটে।