প্রকাশ্য রাস্তায় মাথায় বাড়ি মেরে হত্যার অভিযোগ নন্দীগ্রামে। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কাণ্ডপশরার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর ১২ টা ১ টা নাগাদ নন্দীগ্রামের টেংগুয়া বাসুলিচক রাজ্য সড়কের পাশে কান্ড-পসরা রোডে স্বপন মাইতি নামের এক ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এর কাজ সেরে বাড়ি ফিরছিলেন। স্বপন বাবুর বাড়ি নন্দীগ্রামের দু নম্বর ব্লকের পাথুরিয়া গ্রামে ।
ইলেকট্রিশিয়ানের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিলেন তখন কাণ্ডপসরায় নিতাই দাস নামে এক ব্যক্তি হঠাৎই তার উপরে আক্রমণ করে। ধারালো কোন কিছু দিয়ে মাথায় আঘাত করে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় লোকজন আক্রান্ত স্বপন মাইতিকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পিলিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে।
নিতাই দাস কে বর্তমানে নন্দীগ্রাম থানার পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে এসডিপিও হলদিয়া সহ নন্দীগ্রাম থানার আইসি পৌঁছেছেন। কি কারনে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ।