সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
তিলোত্তমার ন্যায়বিচায় চেয়ে প্রথম থেকে সরব সোহিনী সরকার (Sohini Sarkar)। গত ১৪ আগস্ট থেকে প্রায় বিনিদ্র রজনী কাটছে অভিনেত্রীর। নিত্যদিন প্রতিবাদী মিছিলে শামিল হওয়ার পাশাপাশি নাগরিক মিছিলের দিন রাতভর ধর্মতলায় ধরণায় বসেছিলেন সোহিনী। আর জি কর কাণ্ডে আক্ষেপ করে বলেছিলেন, ‘এদেশে থেকে মা হতে চাই না!’ দুর্গাপুজোর আনন্দ উল্লাসে গা না ভাসিয়ে সকলকে বিচারের জন্য দাবি তোলার আর্জি জানিয়েছিলেন।
আর জি কর হাসপাতালে দাঁড়িয়ে, ‘দিন কয়েক বাদে সংবাদমাধ্যমের পুজোর খবরে ঢোকার’ কথাও উল্লেখ করেছিলেন সোহিনী। এবার পুজোর বিজ্ঞাপনে তাঁরই মুখ দেখে রেগে কাঁই নেটপাড়া।
আর জি কর কাণ্ডের (RG kar Protest) পর মাস ঘুরলেও বিচার অধরা। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কাঠগড়ায় তুলেছেন প্রশাসনকেও। তারকাদের একাংশ দুর্গাপুজো না করার ডাকও দেন। চাঁদা চাইলে অশৌচ পালন করার নিদানও দেন। যদিও স্বস্তিকা মুখোপাধ্যায় শিল্পীদের পেটের কথা চিন্তা করে সেরকম প্রতিবাদ থেকে বিরত থেকেছেন। তবে আর জি কর কাণ্ডের প্রতিবাদে তাতে সায় দিয়েছিলেন সোহিনীও। তবে পেশার খাতিরে এবার পুজো কালেকশনের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে নেটপাড়ার রোষানলে পড়তে হল সোহিনী সরকারকে। খ্যাতনামা শাড়ি সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। আর সেই বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দুকদের প্রশ্ন, “পুজো উদযাপন কোরো না এবছর, অশৌচ পালন হোক, শপিং বন্ধ থাকুক, এদেশে মা হতে না চাওয়ার ক্ষোভ, এসমস্ত যাবতীয় দাবি তোলার পর এখন কী হল ম্যাম? অশৌচ পালনের পরিবর্তে পুজো কালেকশনের প্রচার করছেন কেন?” নেটপাড়ার অনেকেই ‘নাটক’ বলে আক্রমণাত্মক পোস্ট করেছেন অভিনেত্রীর উদ্দেশে।
সম্প্রতি মহামিছিল থেকে সোহিনী প্রতিবাদে সোচ্চার হয়ে বলেছিলেন, “আমরা রাস্তায় থাকব, যতদিন না থ্রেট কালচার বন্ধ হয়। রাজনৈতিক নেতার এবং তাদের ঘনিষ্ঠরা বিভিন্ন প্রতিষ্ঠানে নানাভাবে হুমকি দিয়ে একটা দুর্নীতির রাজত্ব করে তুলেছে। আমরা সেগুলো থেকে মুক্ত একটা সমাজ চাই। আমরা এই থ্রেট কালচার, রেপ কালচারের বিরুদ্ধে আজকে পথে নেমেছি। যতদিন কণ্ঠস্বর থাকবে, প্রতিবাদ করব। একটা হাসপাতালে যদি এরকম ঘৃণ্য ঘটনা হতে পারে, তাহলে ভারতবর্ষের যে কোনও জায়গায় এই ঘটনা হতে পারে। সব রাজ্যের মহিলারা আওয়াজ তুলুন, তাদের সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে। সাধারণ মানুষ যখন একজোট হয়, তখন অনেক সরকার, প্রশাসন নড়ে গিয়েছে।” এবার সেই ছবির সঙ্গে মিলিয়েই তুলনা টেনে অভিনেত্রীকে কটাক্ষ করা শুরু করেছেন নেটপাড়ার একাংশ।
কী ঘটেছে?
আরজি করের নির্যাতিতার মৃত্যুর প্রায় মাস পেরোতে চলল, এখনও বিচার অধরা। তাই অনেকেই, এমনকি একাধিক একাধিক তারকারাও দুর্গাপুজো না করার ডাক দেন। কেউ আবার বলেন চাঁদা চাইতে এলে অশৌচ চলছে বলে সেটা দিতে প্রত্যাখ্যান করবেন। আর বিচার চেয়ে যাঁরা বারংবার পথে নেমেছেন তাঁদের অন্যতম হলেন সোহিনী সরকার। কিন্তু তিনি এদিন তাঁর পেশার খাতিরেই একটি ব্র্যান্ডের হয়ে তাঁদের পুজো কালেকশনের প্রচার করেন। বিজ্ঞাপনে অভিনয় করেন। আর সেই বিজ্ঞাপন প্রকাশ্যে এলেই তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়।
https://x.com/Sankalanghosh19/status/1832296267898048648?t=YEs5CwBMcqaWAZYP5jLhlg&s=08
কী বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে?
তৃণমূল কংগ্রেসের এক সমর্থন এদিন সেই বিজ্ঞাপন শেয়ার করে লেখেন, ‘দুর্গাপুজো পালন করো না। পুজো কমিটিগুলোকে চাঁদা দিও না। অশৌচ পালন কর। শপিংয়ে যেও না। ইত্যাদি। তো সব নাটক শেষ? ম্যাম আর রাজ্যে মা হতে ভয় পাচ্ছেন না তো? তাহলে অশৌচ পালনের বদলে তিনি পুজো কালেকশনের প্রচার করছেন কেন?’