ব্রেকিং
  • Home /
  • বিজনেস /
  • Daspur Gold Hub : দাসপুরে গোল্ড হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Daspur Gold Hub : দাসপুরে গোল্ড হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন। মঙ্গলবার মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরে গোল্ড হাব এর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যায় যে ২০২০সালের ৬....

Daspur Gold Hub : দাসপুরে গোল্ড হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন। মঙ্গলবার মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।

মঙ্গলবার মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরে গোল্ড হাব এর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ করা যায় যে ২০২০সালের ৬ ই অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন স্বর্ণ শিল্পীদের জন্য আধুনিক পরিকাঠামো সহ একটি গোলহাত গড়ার কথা। তখনই তিনি বুঝেছিলেন ঘাটালের এই শিল্প আর শুধু নিছক পেশা নয়, এ এক সাংস্কৃতি, আত্মপরিচয়। তার সেই উপলব্ধি থেকেই জন্ম নেয় গোল্ড হাব প্রকল্প।

২০২৩ সালের ১৬ই ফেব্রুয়ারি দাসপুর দুই ব্লকের ফরিদপুরে গোল্ড হাব এর শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাত কোটি ৮৬ লক্ষ টাকা গোল্ড হাব তৈরির জন্য বরাদ্দ করা হয়। সাত তলা বিশিষ্ট আধুনিক গোল্ডহাব তৈরির জন্য এরপর কাজ শুরু হয়। তিন তলা অব্দি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

দাসপুরের স্বর্ণ শিল্পী তাপস মাইতি, মৃত্যুঞ্জয় জানা বলেন মঙ্গলবার দিনটি ঘাটাল মহকুমার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেখানে রাজনীতি নয়, প্রাধান্য পেয়েছে পরিশ্রম, প্রাধান্য পেয়েছে মানুষের কথা।যেখানে ইতিমধ্যে ১৯ জন স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে একটি সমবায় গঠন করা হয়েছে।

গোল্ড হাবে সোনার গয়না তৈরি থেকে আমদানি রপ্তানির যাবতীয় দায়িত্ব তাদেরই দেওয়া হয়েছে। তাই দাসপুর ২ নম্বর ব্লকের ফরিদপুরে গোল্ড হাবের আনুষ্ঠানিক উদ্বোধন করায় ওই এলাকার স্বর্ণ শিল্পী থেকে সাধারণ মানুষজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর