ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লক এলাকায় থাকা তারাফেনী নদীর জল ভারী বৃষ্টির ফলে বিপদ সীমার উপর দিয়ে বইছে, যার ফলে রবিবার শিলদা বাঁকুড়া রাজ্য সড়ক এর উপর তারাফেনী নদীর উপরে থাকা কজ ওয়ের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইছে।
তাই শিলদা বাঁকুড়া রাজ্য সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। সেই সঙ্গে আচমকা রবিবার তারাফেনী নদীর ফুলে উঠে হড়পা বান এর সৃষ্টি হয়। যার ফলে বিনপুর শিলদা বাজারে তারাফেনী নদীর জল উঠে আসে। আচমকা শিলদা বাজারে জল চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার ব্যবসায়ী থেকে বাসিন্দারা।
শিলদা বাজারের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামগুলিতেও হড়পা বানের জল ঢুকে পড়ে। যার ফলে এই এলাকার বাসিন্দারা ঘর বাড়িও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।স্থানীয় বাসিন্দারা শিলদা বাজারে উঠে আশা জলকে হড়পা বান বলে জানানো হয়।
বিষয় টি জানা জানি হওযায় শিলদা সব পার্শ্ববর্তী এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে।