দেবী দুর্গা কখনোও দূর্গতনাশিনী আবার কখনোও তিনি আদ্যাশক্তি মহামায়া। আবার কখনোও দেবী শুম্ভ নিশুম্ভ সংহারিনী মহিষাসুরমর্দিনী আবার কখনোও মহা তপা। আর দেবীর দুর্গার এই রুপকেই এবার তাদের পুজো মন্ডপে ফুটিয়ে তুলছে উলুবেড়িয়া পুরসভার ৩ নং ওয়ার্ডের বাউড়িয়া যুব গোষ্ঠী।
৫৬ তম বর্ষে পদাপর্ন করা এই পুজো কমিটি এবারের থিম “ মহাতপা দেবী দুর্গা “। কয়েক লক্ষ বাজেটের এই পুজো কমিটি এবার রাঢ বঙ্গের পিছিয়ে পড়া আদিবাসী এলাকার আদলে পুজো মন্ডপের আদলে মন্ডপ তৈরী করছে।
পুজোর সম্পাদক ডাঃ সুমন সাঁপুই জানান যেহেতু দেবী দুর্গা মহিষাসুরকে ছলনার মাধ্যমে বধ করেছিলেন সেইকারণে একসময় এইসব এলাকার মানুষের কাছে দেবী ছলনাকারী দেবী হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। যদিও পরবর্তী সময়ে দেবীর কৃপায় তাদের কাছে মায়ের নতুন রুপ প্রকাশ পায়। সেই রুপটাই হল মহাতপা।
তিনি জানান মহাতপা রূপ হল মানুষের খারাপ ভাবনা থেকে শুভ চেতনায় জাগ্রত করার ক্ষেত্রে যে জপতপ সাধনা করা হয় সেটাই হল মহাতপা।