শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
জুড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া আর ভিস্তারা বিমান পরিষেবা সংস্থা। ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই মার্জার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই বিষয়েই ভিস্তারা এয়ারলাইন (Vistara Airlines) ঘোষণা করেছে যে আগামী ১১ নভেম্বরেই এই বিমান পরিষেবা সংস্থার শেষ উড়ান হবে। আর এর জন্য আগামী ৩ সেপ্টেম্বর (Air India Vistara Merger) পর্যন্ত বুকিং করা যাবে। ১২ নভেম্বর থেকে কোনও উড়ান হবে না আর ভিস্তারায় আর কোনও নতুন বুকিংও নেওয়া হবে না।
ভিস্তারার সমস্ত বিমান হস্তান্তরিত হবে এয়ার ইন্ডিয়ার কাছে
শুক্রবার অর্থাৎ গতকাল ভিস্তারা এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিমানের শেষ উড়ান হবে ১১ নভেম্বর। আর তারপর এই সংস্থার সমস্ত বিমান হস্তান্তর করা হবে এয়ার ইন্ডিয়ার কাছে। আর বুকিংও করা হবে এয়ার ইন্ডিয়ার মাধ্যমেই। তবে ১১ নভেম্বর পর্যন্ত সমস্ত উড়ান যথাযথভাবে পরিচালিত হবে বলেই জানা গিয়েছে। এতে গ্রাহকদের কোনও সমস্যাই হবে না। ভিস্তারা সিইও বিনোদ কন্নন বিগত ১০ বছর ধরে যে সমস্ত গ্রাহক ভিস্তারার পাশে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছে এই সংস্থা। এখন থেকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাবে ভিস্তারা আর এর মাধ্যমে গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়া যাবে।
এয়ার ইন্ডিয়ার পরিষেবা বাড়বে
এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন যে ভিস্তারার সঙ্গে বহু মাস একত্রে কাজ করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার কর্মী, অতিরিক্ত বিমান, গ্রাউন্ড স্টাফ সব মিলিয়ে অসাধারণ পরিষেবা দিতে চলেছে। এয়ার ইন্ডিয়ার অতিরিক্ত যাত্রাপথ, অতিরিক্ত বিমান ও কর্মীর মাধ্যমে এবার থেকে আরও ভাল পরিষেবা দিতে চলেছে গ্রাহকদের। এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার মার্জারের পর থেকে গ্রাহকরা আরও ভাল পরিষেবা পাবেন বলেই দাবি করছে সংস্থা।
এফডিআইয়ের অনুমোদন পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স
এর আগে সিঙ্গাপুর এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এফডিআই থেকে অনুমোদন পেয়েছেন। এয়ার ইন্ডিয়া গ্রুপে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এই গ্রুপ। মার্জার প্রক্রিয়া শেষ হওয়ার পরে এই সংস্থা ৬৭৫ মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চাইছে, আর এর মাধ্যমে এয়ার ইন্ডিয়ায় ২৫.১ শতাংশ স্টেক থাকবে সিঙ্গাপুর এয়ারলাইনসের।