একটানা ভারী বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লক এলাকায় হু হু করে বাড়ছে সুবর্ণ রেখা নদীর জল। যে কোনো সময় সুবর্ণরেখা নদীর জলে দাঁতন এক ব্লকের মহেশ পুর সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই দাঁতন এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে মহেশপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে দাঁতন এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে। তবে যেভাবে হু হু করে জল বাড়ছে ওই এলাকার বাসিন্দারা বানভাসি হওয়ার আশঙ্কা করছেন। অপর দিকে ভারী বৃষ্টির কারনে বেলদা, দাঁতন ও মোহনপুর থানার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
ভারী বৃষ্টির ফলে দাঁতন এর প্রাচীন কালী চন্ডী মন্দিরের গর্ভগৃহে জল ঢুকে পড়ে। বেলদা বাজার জল মগ্ন হয়ে পড়ে। এছাড়াও কেলেঘাই নদীর জলে নারায়ণগড় ব্লকের বেলটি, নেনাই সহ একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েক বিঘা জমির ধান চাষ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
সেই সঙ্গে বেশ কিছু মাটির বাড়ি ভেঙে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে যে ভাবে কেলেঘাই নদীর জল বাড়ছে তাতে আরো বেশ কয়েক টি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
নারায়ণগড় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যাদের বাড়ি ভেঙে গিয়েছে, সেই সব পরিবার গুলিকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে নারায়ণগড় ব্লক প্রশাসন।