সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
বাংলার স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে তো বটেই, ভারতের ইতিহাসে নজিরবিহীন। চিকিৎসা পরিষেবায় নয়া রেকর্ড গড়ল সেবাশ্রয়। কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারের কোনো মন্ত্রী না হয়েও শুধুমাত্র সদিচ্ছা ও অদম্য চেষ্টায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন, তার নয়া নজির তৈরি করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রমাণিত হয়ে গেল কেন ডায়মন্ড হারবারের মানুষ তাঁকে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে পুনরায় নিজেদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বছর থেকে ডায়মন্ড হারবারবাসীর দুয়ারে পৌঁছে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা। প্রতিদিনই সেবাশ্রয়ে লাখ লাখ মানুষের ভিড় জমছে। ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে। এমনকী, প্রয়োজনমাফিক স্পেশাল হাসপাতালেও রেফার করা হয়েছে বহু রোগীকে। মাত্র ৬ দিনের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন ৮১ হাজারের বেশি মানুষ। চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সেবাশ্রয়েই ভরসা রাখার ছবি সামনে আনলে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।
তথ্য অনুযায়ী, গত ৬ দিনে সেবাশ্রয়ের ৪১ ক্যাম্পে পরিষেবা পেয়েছেন ৮১,৪৭১ জন। বিনামূল্যে ৩২ হাজার ৬৭ জনের বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে। রোগ বুঝে ১ হাজার ৩৩২ জন রোগীকে স্পেশাল হাসপাতালে রেফারও করা হয়েছে। সবমিলিয়ে ডায়মন্ড হারবারে ব্যাপক সাড়া ফেলেছে এই সেবাশ্রয়।
ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মোট ৪১ টি শিবির চলার পর একে একে অন্যান্য ছটি বিধানসভা কেন্দ্র -ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মেটিয়াবুরুজ ও মহেশতলায় গড়ে ৪০-৪৫ টি করে শিবির চলবে। প্রতি বিধানসভা কেন্দ্রে দশদিন করে শিবির চলবে। সকল বিধানসভায় ৭০ দিন ধরে শিবির চলার পর আগামী ১৬-২০ মার্চ পাঁচ দিন প্রতি শিবিরেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে ‘সেবাশ্রয়’ প্রকল্পের উদ্বোধন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের উদ্বোধন করে তিনি আশাপ্রকাশ করেন কোভিডকালে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে ‘ডায়মন্ড হারবার মডেল’ সারা দেশে যেমন নজির সৃষ্টি করেছিল, তেমনি এই ‘সেবাশ্রয়’ প্রকল্পও আরও একবার দেশে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। সেই ভরসা থেকেই ৫ দিনের চিকিৎসার পরিসংখ্যান প্রকাশ্যে আনলেন।
এই অদ্বিতীয় কৃতিত্বের ঘোষণা করে ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘X’ হ্যান্ডেলে পোস্ট করেন:
“A proud milestone for #Sebaashray! For the first time since its inception, the health camps in Diamond Harbour have SURPASSED 20,000 registrations, with a total of 22,889 patients served in a day. To date, 81,471 individuals have received life-changing, free healthcare services through this initiative.”
“SEBAASHRAY has grown far beyond its original mission of providing medical check-ups, diagnostic tests and medicines. It has become a symbol of hope, offering a better quality of life to the people of Diamond Harbour. This achievement is just the beginning of an even greater impact to come!”