সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন কলকাতা। আগামী মাসেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ঠিক আগে এবারে বাংলায় জুড়ে বিপুল অঙ্কের বিনিয়োগ সম্ভবনা তৈরি হল।
কলকাতা এবং শিলিগুড়ি-সহ বাংলার বিভিন্ন জায়গায় তৈরি হতে চলেছে অন্তত 32 বিলাস বহুল আন্তর্জাতিক মানের হোটেল।
আর তার জন্য বাংলায় আসতে চলেছে প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ। জানা গিয়েছে প্রস্তাবিত চেয়ে 32 বিলাশ বহুল হোটেল বাংলায় তৈরি হতে চলেছে তার মধ্যে অধিকাংশই আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ফাইভ স্টার বা পাঁচ তারা হোটেলের ব্র্যান্ড।
WB is getting 32 Luxury Hotels (Majority 5 Star) in the Next 2-3 yrs – The Biggest Addition of Star Properties in the History of the State!
Investment – 5000 Cr
প্রাথমিকভাবে জানা গিয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে পরিচিত শিলিগুড়িতেই তৈরি হবে অন্তত ১০ ফাইভ স্টার হোটেল। উত্তরবঙ্গ তথা ও উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বা গ্রেট ওয়ে বলে পরিচিত শিলিগুড়িতে এর ফলে ফাইভ স্টার হোটেল রুমের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে প্রায় ২০০০।
তবে খুব একটা পিছিয়ে নেই আমাদের তিলোত্তমা কলকাতা। কলকাতায় ফাইভ স্টার ক্যাটেগরি রুমের সংখ্যা বৃদ্ধি পাবে প্রায় সাত হাজার। প্রসঙ্গত কলকাতায় এই মুহূর্তে ফাইভস্টার ক্যাটেগরি হোটেল রুমের সংখ্যা প্রায় ৩৫০০ এবং রাজ্যজুড়ে মোট ফাইভ স্টার ক্যাটে করি রুমের সংখ্যা প্রায় ৪৫০০। নতুন এই প্রস্তাবিত ফাইভ স্টার ক্যাটেগরি হোটেলগুলি তৈরি হয়ে গেলে বাংলায় ফাইভ স্টার ক্যাটেগরি হোটেল রুমের সংখ্যা পৃথিবী দাঁড়াবে প্রায় নয় হাজারের বেশি।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুধুমাত্র কলকাতা অথবা নিউ টাউন রাজারহাট নয়, যেভাবে শিলিগুড়ি দুর্গাপুর আসানসোল পুরুলিয়া মিরিক দীঘা অথবা মাইথনের মত দ্বিতীয় অথবা তৃতীয় সারির শহরগুলিতেও বিলাসবহুল হসপিটালিটি সেক্টরের শিল্পপতিরাও বিনিয়োগ করতে এগিয়ে আসছেন তা বাংলার সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
যেমন রাডিশন গ্রুপ ফাইভ স্টার হোটেল তৈরি করছে শিলিগুড়িতে, শিলিগুড়িতেই তৈরি হতে চলেছে ফরচুন পার্ক। কার্শিয়াং এর মেরীকে তৈরি হতে চলেছে লেমন ট্রি এবং অ্যাভনগ্ৰোভ টি গার্ডেন্স, আসানসোলে তৈরি হবে ম্যারিয়ট গ্রুপের কোর্টইয়ার্ড, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে আসছে সিগনেট, পুরুলিয়াতে তৈরি হবে লর্ডস ইকো ইন, দিঘাতে তৈরি হতে চলেছে সাগর কুটির।
Few Upcoming Hotels –
Radisson Siliguri
Lemon Tree Mirik
Lords Eco Inn Purulia
Courtyard by Marriott Asansol
Fortune Park Siliguri
Avongrove Tea Gardens Mirik
Atmosphere Lake View Kolkata
Sagar Kutir Digha
Fairfield by Marriott Maithon
Cygnett Kharagpur
জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের ৫ ও ৬ তারিখ বাংলায় যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হতে চলেছে সেখানে আগামী দু তিন বছরের মধ্যে বাংলার বিভিন্ন জায়গায় ফাইভস্টার ক্যাটাগরির বিলাসবহুল হোটেল তৈরির জন্য এখনো পর্যন্ত প্রায় ৪৪০০ টাকার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর নিশ্চিত হয়ে গিয়েছে।
তবে রাজ্য শিল্প উন্নয়ন দপ্তর এবং বাংলার হোটেলিয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই অংকটা পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।