সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন কলকাতা। ডেস্টিনেশন বাংলা। ডেস্টিনেশন বেঙ্গল সিলিকন ভ্যালি হাব।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বেঙ্গালুরু অথবা হায়দ্রাবাদ কে টেক্কা দিয়ে ভারতের সেরা গন্তব্য হিসেবে নিজের জায়গা করে নিতে শুরু করল কলকাতা।
কয়েকদিন আগেই রাজারহাটে নিজেদের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছে ইনফোসিস। কাজ শুরু হয়ে গেছে উইপ্রো ক্যাম্পাসেরও।
Kolkata Fastest Developing City : তিলোত্তমার মুকুটে নতুন পালক, বিশ্বের সেরা ১১ শহরের তালিকায় কলকাতা
তার মাঝেই এবারে কলকাতায় দুটি নতুন ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস।
নিউ টাউনের প্রায় দশ একর জমির উপরে গড়ে উঠছে টিসিএস সঞ্চয়িতা পার্ক। অর্থাৎ বাংলায় এসে অন্যান্য কিছু বাংলা বিরোধী ও বাঙালি সংস্থার মত হিন্দি অথবা ইংরেজি চাপিয়ে দেওয়া নয় রবীন্দ্রনাথের ঐতিহ্য মাথায় রেখে নিজেদের তথ্যপ্রযুক্তি ক্যাম্পাসের নাম টিসিএস দিয়েছে সঞ্চয়িতা পার্ক।
এই সঞ্চয়িতা পার্কে মূলত দুটি টাওয়ার তৈরি হবে। প্রায় কুড়ি লক্ষ স্কোয়ার ফুট বিস্তৃত বিল্ট আপ এলাকায় একসঙ্গে বসে কাজ করতে পারবেন ১২৫০০-র বেশি তথ্যপ্রযুক্তি কর্মী।
ইতিমধ্যেই টিসিএস এর সঞ্চয়িতা পার্ক ক্যাম্পাসের নির্মাণের জন্য পরিবেশ দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত রাজারহাট নিউটাউনের নির্মীয়মান বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে মোট 20 একর জায়গার উপরে আরও একটি ক্যাম্পাস গড়ে তুলতে চলেছে টিসিএস।
নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে টিসিএস এর প্রস্তাবিত এই ক্যাম্পাস আগামী তিন বছরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে।
এই ক্যাম্পাসে একসঙ্গে কাজ করতে পারবেন প্রায় ১৬ হাজার ৫০০ তথ্য প্রযুক্তি কর্মী।