১৭ বছর বয়সী এক তরুনীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। মৃতদেহের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ মর্গে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর করমচাঁপুর এলাকার। জানাযায় মৃত তরুণীর নাম সোনালী বিশ্বাস, বাবা দ্বিপদ বিশ্বাস। পরিবারের দাবি, গতকাল রাত্রি নটা নাগাদ তাদের মেয়ে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কাছে ছিল একটি মোবাইল ফোন। খবর শুনে পরিবারের অন্যান্য সদস্য সহ ছুটে আসে প্রতিবেশীরা, এরপর উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর ওই তরুণী কলেজের প্রথম বর্ষের ছাত্রী, কিন্তু হঠাৎ কেন আত্মহত্যার রাস্তা বেছে নিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পরিবারের মধ্যে।
পরিবারের তরফে জানানো হয়, মৃতদেহ সৎকারের পরে পুলিশের দ্বারস্থ হবেন তারা, কারণ সংসারে ছিল না কোনো অশান্তি, তাহলে কি প্রেম ঘটিত কারণে এই আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোন রহস্য।
যদিও শুক্রবার দুপুরে মৃতদেহ পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে, পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।