কলকাতা সারাদিন।
বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত একটি কয়েন গিলে ফেলেছিল সাত বছরের ছোট্ট শিশু। শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা।
জরুরী পরিস্থিতিতে শিশুটির পরিবার তাকে নিয়ে যায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরে।
সেখানে কর্মরত চিকিৎসকদের তৎপরতায় জরুরি চিকিৎসায় শিশুটির গলায় আটকে থাকা কয়েন বের করা সম্ভব হল।
সময়মতো সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির বাবা হোসেন খান বলেন, “আমার ছেলে খেলতে খেলতে একটি কয়েন গিলে ফেলে। আমরা তাকে বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরে নিয়ে যাই, সেখান থেকে চিকিৎসকরা তাকে ডায়মণ্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমরা সম্পূর্ণ সহায়তা ও যত্ন পেয়েছি।”