আগামী ১৩ ই নভেম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। জোর কদমে রবিবার রাজনৈতিক দলগুলোর প্রার্থী সহ নেতারা প্রচারে ব্যস্ত। ঠিক সেই সময় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাশিজোড়া অঞ্চলের সীতানাথপুর এলাকায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূজয় হাজরার সমর্থনে পথসভাতে হাজির হোন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়।
এদিন সাংসদ জুন মালিয়ার হাত ধরে বিজেপির পঞ্চায়েত সদস্য দীপক হাঁসদা ও বিজেপির স্থানীয় মন্ডল কমিটির সদস্য সুভাষ সাঁতরা তাদের অনুগামীদেয় নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেনমেদিনীপুর এর সাংসদ জুন মালিয়া, শালবনী পঞ্চায়ের সমিতির সভাপতি নেপাল সিংহ, শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ প্রসাদ মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ দলের অনান্য নেতৃত্বরা।
ভোটের মাত্র দুই দিন আগে বিজেপির পঞ্চায়েত সদস্য ও এক বিজেপি নেতা তাদের অনুগামীদের সঙ্গে নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় ভোটের মুখে বিজেপি ওই এলাকায় জোর ধাক্কা খেলো বলে রাজনৈতিক মহলের অনুমান। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে ওই এলাকাটি বিজেপির শক্ত ঘাঁটি ছিল, গত লোকসভা নির্বাচনেও তা অব্যাহত ছিল। তবে নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসালো তৃণমূল কংগ্রেস।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য দীপক হাঁসদা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করতে আমি স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে আমার অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছি।