সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ভিভো টি৩ প্রো ৫জি ফোন (Vivo T3 Pro 5G) ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে অর্যেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও ভিভোর এই ফোনে (Vivo Phones) ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
এছাড়াও ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে ভিভো টি৩ প্রো ৫জি ফোনে। একটি ৬.৭৭ ইঞ্চির থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন দেখা যাবে ভিভোর এই ফোনে।
ভিভো টি৩ প্রো ৫জি ফোনের দাম এবং কী কী রঙে লঞ্চ হয়েছে ও কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। আগামী ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ভিভো টি৩ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এমারেল্ড গ্রিন এবং স্যান্ডস্টোন অরেঞ্জ- এই দুই রঙে ভিভো টি৩ প্রো ৫জি ফোন দেশে লঞ্চ হয়েছে। স্যান্ডস্টোন অরেঞ্জ রঙের ফোনের ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশ রয়েছে।
ভিভো টি৩ প্রো ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন একনজরে
এই ফোনের ডিসপ্লেতে ইউজাররা পুরোপুরি এইচডি প্লাস রেজোলিউশন পাবেন।
এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাহায্যে।
এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি।
এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেকেন্ডারি সেনসর হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেনসর যার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে।
ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
এই ফোনে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইন-ডিসপ্লে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর (ইউজারদের নিরাপত্তার জন্য) সাপোর্ট রয়েছে।
এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না।