শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
দ্বিতীয়বার নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রথমেই ধন্যবাদ জানালেন সাবেক টুইটার তথা এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক কে।
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন তিনি।
এসময় মাস্ককে নিয়ে স্মৃতিচারণও করেন ট্রাম্প। তিনি জানান, একবার স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময় তিনি মাস্ককে ৪০ মিনিটের জন্য আটকে রেখেছিলেন।
এ ছাড়াও, মাস্ককে ‘বিস্ময়কর’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেছেন ট্রাম্প।
বক্তব্যে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি।
ট্রাম্প বলেন, ‘দেশের রোগ মুক্তিতে সাহায্য করতে যাচ্ছি। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।’
‘এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবারও মহান রাষ্ট্রে পরিণত করার সুযোগ দেবে’, যোগ করেন তিনি।
TRUMP: WE HAVE A NEW STAR – ELON
“We have a new star; a star is born, Elon.
He is an amazing guy.”
https://x.com/MarioNawfal/status/1854070832806478241?t=YGSC1F38beSx6RANp4Zt1A&s=19
https://x.com/MarioNawfal/status/1854070832806478241?t=YGSC1F38beSx6RANp4Zt1A&s=19
টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্ক এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক। তিনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যুক্তরাষ্ট্রের সুইং স্টেটগুলোতে প্রচারণা চালিয়েছেন।
ট্রাম্পের প্রচারণায় মার-আ-লাগো এবং পাম বিচ কনভেনশন সেন্টারে হাজারো সমর্থকের জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে।
এ নির্বাচনে তিনি ট্রাম্পকে সমর্থন করা আমেরিকা পিএসিকে ১১৯ মিলিয়ন বা ১১ কোটি নয় লাখ ডলারের বেশি অর্থ অনুদান দিয়েছেন।