শোভন গায়েন। কলকাতা সারাদিন।
ইস্কনের ধর্মীয় নেতা চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। তার আঁচ ভারতেও। চিন্ময়কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেহালায় রয়েছে মশাল মিছিল। বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযান রয়েছে।
বৃহস্পতিবার রয়েছে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলও। চিন্ময়কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে, সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। বিধানসভার বাইরে দাঁড়িয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তৃণমূল প্রতিবাদ করবে না। ওরা মুসলিম লিগ ২। আমরা করব।”
চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তির দাবি তুলে ইউনুস সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সীমান্ত বাণিজ্য বন্ধের কথা বলেছেন তিনি। দিল্লির হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু। ইউনুস সরকারকে ‘মৌলবাদী’ বলে তোপ দেগে তাঁর হুঁশিয়ারি, ‘চিন্ময় প্রভু ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি। সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে তিনি লড়াই করছেন। তাঁকে দ্রুত না ছেড়ে দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব। মনে রাখবেন, এখান থেকে কিন্তু সমস্ত পণ্য পৌঁছয় ওপার বাংলায়।’ মঙ্গলবার এনিয়ে বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। তাঁদের হাতের পোস্টারে লেখা, ‘চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই।’ সুকান্ত মজুমদারের দাবি, বিদেশমন্ত্রী এস জয়শংকর এব্যাপারে হস্তক্ষেপ করুন।
তারমধ্যেই বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে ভারত দিল কড়া বার্তা । বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছে ভারত। এক বিবৃতিতে, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে , ‘শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র।”
ভারত উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘প্রভুর গ্রেফতারির পর থেকে বাংলাদেশে উগ্রবাদীরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে। লুটপাটের পাশাপাশি চুরি , ভাঙচুর এবং মন্দির অপবিত্র করার চেষ্টা হয়েছে। ‘
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে উগ্রবাদীরা মন্দিরে হামলা করছে। দেব দেবীর প্রতিমার ক্ষতি করছে। মন্ত্রক জানাচ্ছে, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, যে যারা এই সব ঘটনা ঘটাচ্ছে , তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ধর্মগুরুর বিরুদ্ধে যিনি ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। আমরা এটা লক্ষ্য করে উদ্বিগ্ন, যে সংখ্যালঘুরা শান্তিপূর্ণভাবে প্রভু দাসের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে।’
প্রসঙ্গত, ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার গ্রেফতার করেছে ইউনুস সরকারের পুলিশ। মঙ্গলবার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত। পুলিশ নিজেদের হেফাজতে না চাওয়ায় তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম।