সুমন তরফদার। কলকাতা সারাদিন।
নবান্ন অভিযানের নামে রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর পাশাপাশি লাশের রাজনীতি করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হল সায়ন লাহিড়ী।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিল এই সায়ন লাহিড়ী।
মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় শহর জুড়ে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার দীর্ঘক্ষণ উত্তাল ছিল কলকাতা ও হাওড়া। তার রেশ কাটার আগেই ময়দানে নামে বিজেপি। তারপর বুধবার সকাল ছ’টা থেকে বারো ঘণ্টার বাংলা বনধের ডাকে তারা। মঙ্গলবার বিকেলে বিজেপির লালবাজার অভিযান ঘিরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
নবান্ন অভিযানের আগের দিনই, অশান্তি পাকানোর ষড়যন্ত্রের আশঙ্কার কথা বলেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। তৃণমূলের পক্ষ থেকেও সাংবাদিক বৈঠক করে বলা হয়, নবান্ন অভিযানের পেছনে বিরোধী রাজনৈতিক দলের বড়সড় অশান্তি পাকানোর ছক রয়েছে। প্রমাণ করতে, তৃণমূল সামনে আনে ২টি ভাইরাল ভিডিও-ও।
রাজ্যে অস্থিরতা তৈরি করতে, নবান্ন অভিযানে গুলিও চালানো হতে পারে, পরিকল্পিতভাবে অশান্তি করতেই, ছাত্রসমাজের নামে এই কর্মসূচি বলে দাবি করে তৃণমূল। এরপর সেই সূত্রেই ৩ বিজেপি নেতাকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন। পুলিশের প্রকাশ করা ভিডিওতে শহরের একটি পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে তিনি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করে পুলিশ। তার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় সায়নকে।