প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
স্ত্রীকে লুকিয়ে বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যমৃত্যু হল কলকাতার ট্যাংরার বাসিন্দা এক ব্যবসায়ীর। ভাঙড়ের কাছে গাড়ির ভিতর থেকে উদ্ধার হল ব্যবসায়ীর মৃতদেহ।
ঘটনায় ওই ব্যবসায়ীর বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন নিহতের স্ত্রী। অসুস্থ হয়েই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, না কি সত্যি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যবসায়ীর বান্ধবীকে আটক করেছে পুলিশ।
জানা গিয়ছে, ট্যাংরার বাসিন্দা ওই ব্যবসায়ী বিবাহিতই ছিলেন। তাঁর স্ত্রীর অভিযোগ, কয়েকবছর ধরেই অন্য এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী। তিনি আরও দাবি করেন, প্রত্যেক রবিবারই বান্ধবীকে নিয়ে কোনও না কোনও হোটেল অথবা রিসর্টে যেতেন তাঁর স্বামী।
পুলিশ সূত্রে খবর, রবিবার ওই বান্ধবীকে নিয়েই উত্তর চব্বিশ পরগণার হাড়োয়ার ঘোষপুর এলাকার একটি রিসর্টে যান ওই ব্যবসায়ী। সেখান থেকে ফেরার পথেই ভাঙড়ের পদ্মপুকুরের কাছে ওই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন তাঁর বান্ধবী। গাড়ির ভিতরে ওই ব্যবসায়ী অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। পরে ভাঙড় থানার পুলিশ ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার খবর পেয়েই ভাঙড়ে পৌঁছন ব্যবসায়ীর স্ত্রী সহ পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছনোর পর নিহত ব্যবসায়ীর স্ত্রী এবং তাঁর বান্ধবীর মধ্যে প্রবল কথা কাটাকাটি শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে ওই ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়। নিহত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, ওই মহিলার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর স্বামী। ওই ব্যবসায়ীকে তাঁর বান্ধবীই শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।