মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা সোমবার খড়্গপুর গ্রামীনের বিধায়ক দীনেন রায় কে একটি স্কুটারে বসিয়ে রাস্তায় নেমে, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকার বিভিন্ন বুথে বুথে গিয়ে নির্বাচনী প্রচার করেন।
নিবিড়ভাবে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তৃণমূল কংগ্রেসের বার্তা ভাগ করে নেন এবং বাসিন্দাদের সঙ্গে সুদৃঢ় যোগাযোগ গড়ে তোলেন। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল নিয়ে বিধানসভার এলাকার প্রতিটি কোণে পৌঁছানোর জন্য সুজয় হাজরা, মানুষের পাশে থাকার উপর জোর দিয়েছে, উৎসাহ জাগিয়েছে এবং সকলের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করেছে।
তাই এভাবেই তিনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় গিয়ে জনসংযোগ গড়ে তোলার উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূল বিভিন্ন কাজের কথা যেমন তুলে ধরছেন, তেমনি বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার যে বাংলাকে বঞ্চনা করছে তাও তিনি তুলে ধরছেন।
নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে না বলে জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। তিনি বলেন মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে তা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রমাণিত হবে।