সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
গন্তব্য বাংলা। গন্তব্য কলকাতা। ভারতবর্ষের মধ্যে নতুন বিনিয়োগ এবং নতুন অফিস খোলার ক্ষেত্রে বেঙ্গালুরু চেন্নাই মুম্বই দিল্লিতে অনেক পিছনে ফেলে এগিয়ে চলেছে কলকাতা।
কলকাতায় ইনফোসিস এর দ্বিতীয় ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গেই যেভাবে নতুন অন্তত 4000 তথ্যপ্রযুক্তি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, তার পাশাপাশি নতুন অসহযোগিয়ে কলকাতায় নিজেদের দপ্তর খুললো মুম্বাইয়ের বিখ্যাত ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সংস্থা InCred Wealth ।
প্রসঙ্গত গোটা পৃথিবীতে অর্থনীতির সহজ নিয়ম হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলি সেই সমস্ত শহরকেই নিজেদের টার্গেট সিটি হিসেবে নির্বাচন করে যেখানে নতুন করে বিপুল অংকের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা তথা বাংলায় বিপুল নতুন বিনিয়োগের সম্ভাবনা মার্কেট সার্ভে করে রিপোর্ট পাওয়ার পরেই কলকাতাকে নিজেদের নতুন দপ্তর খোলার জন্য বেছে নিয়েছেন ইনক্রেড ওয়েলথের কর্ণধারেরা।
কলকাতার এপিজে হাউসে বিশাল জায়গা নিয়ে সেজে উঠেছে ইনক্রেড ওয়েলথের কলকাতার দপ্তর।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দপ্তর খোলের মাধ্যমে আমাদের সমস্ত ক্লায়েন্ট এবং অংশীদারদের কাছে আরও ভালোভাবে নিজেদের সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকব আমরা।
প্রসঙ্গত, ইনক্রেড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (InCred) একটি নন-ডিপোজিট গ্রহণকারী নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি (NBFC)। সংস্থাটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে রেজিস্টার্ড এবং ব্যক্তিগত ঋণ, স্টুডেন্ট লোন, স্কুল ফিনান্সিং সহ একাধিক ক্ষেত্রে ঋণ গ্রহণের সুবিধা প্রদান করে।
আর্থিক বিনিয়োগ করার মাধ্যমে ভালো মুনাফা সংগ্রহ করার একটি অন্যতম সেরা বিকল্প হয়ে উঠছে স্টক মার্কেট। হু হু করে বাড়ছে স্টক মার্কেটের বিনিয়োগকারীর সংখ্যা। কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার বাজার সম্পর্কে স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন। কোন খাত বর্তমানে কিরকম পারফর্ম করছে, আগামী দিনেই বা এগুলি কিরকম পারফর্ম করতে পারে? এই বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট একটি ধারণা থাকা খুব দরকার। তা নহলে, লোকসানের সম্ভাবনা বৃদ্ধি পায়। আগামী দিনে কোন কোন খতের মধ্যে ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে? এই সমস্ত বিষয়ে যাবতীয় কনসালটেন্সি বা পরামর্শ দেওয়ার কাজ করে ইনক্রেড ওয়েলথ।
গত বছর জিপটোর পর দ্বিতীয় সংস্থা হিসাবে এক বিলিয়ন ভ্যালুয়েশনের ট্যাগ অর্জন করেছিল ইনক্রেড। সিরিজ ডি ফান্ডিং রাউন্ডে মোট 60 মিলিয়ন বিনিয়োগ সংগ্রহ করার মাধ্যমে ইউনিকর্ন ট্যাগ অর্জন করেছে সংস্থাটি।
কোন স্টার্ট-আপ ব্যবসার মূল্য 1 বিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করলে সেই কোম্পানিকে ‘ইউনিকর্ন’ হিসাবে আখ্যায়িত করা হয়। গত বছরে দ্বিতীয় সংস্থা হিসাবে ইউনিকর্ন ট্যাগ অর্জন করেছিল ইকক্রেড ফিনান্স।
#InCredWealth #NewBeginnings #Kolkata #Office #Growth #Excellence #ModernWorkspaces #kolkatasaradin