রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
হেমশ্রী ভদ্র। পেশায় তিনি মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটার। হেমশ্রীর বিতর্কিত নানান ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই সব ভিডিও। বিতর্ক হলেও নিত্যনতুন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থেকেছেন তিনি।
সম্প্রতি তার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল যেখানে তাকে বিকিনি পরে অবাধে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি সাধারণ মানুষজনকে প্রশ্ন করছেন তার এই ধরণের পোশাক পরাতে কোন সমস্যা হচ্ছে কিনা?
ভিডিওতে তাকে রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করতে দেখা যাচ্ছে আমি যদি এমন পোশাক পরে ঘুরে বেড়াতে পারি তবে কী মনে হয় আমাদের সমাজে মেয়েরা নিরাপদ? পাশাপাশি এই ধরণের পোশাক পরায় কোন সমস্যা আছে কিনা তাও জানতে চাওয়া হচ্ছে সকলের থেকে।
ভাইরাল এই ভিডিওতে মডেলকে একটি চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করতে দেখা যায়। চা বিক্রেতাকে তিনি জিজ্ঞাসা করেন এমন পোশাক একজন মহিলা পরে আছেন তাতে কোন সমস্যা আছে কিনা?
ভিডিওটি লাখ লাখ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই কমেন্টে তরুণীর এহেন আচরণের সমালচনা করে নিন্দায় সরব হয়েছে। কেউ আবার কমেন্টে লিখেছেন, এরাই সমাজটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অপর এক ইউজার লিখেছেন লজ্জায় এই ভিডিও আমি দেখতে পারছি না। আরেক ইউজার লিখেছেন এত সাহস আসে কি করে?
সমাজমাধ্যমে বেশ পরিচিত মুখ হেমশ্রী। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা আট লক্ষেরও বেশি। এই ভিডিও ভাইরাল হতেই তা এখনও পর্যন্ত কয়েক লাখ ভিউ হয়েছে।