শোভন গায়েন। কলকাতা সারাদিন।
দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে একান্ত বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি দূত মারফৎ পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
তার অব্যবহিত পরেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর একান্ত বৈঠকে শুরু হয়েছে নয়া রাজনৈতিক জল্পনা।
বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বাংলার বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়ার মাধ্যমে একথা শোনার পরই বুধবার বিরোধী দলনেতা বলেছিলেন, “উপ-রাষ্ট্রপতি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আশা করব, কোনও সরকারি কর্মকর্তার লিখে দেওয়া ভাষণ নয়, তিনি নিজেই বাংলা নিয়ে তাঁর ভাষণ লিখবেন।”
ধনকড়ের সঙ্গে শুভেন্দুর এ ব্যাপারে কোনও কথা হয়েছে কিনা স্পষ্ট নয়। এ ব্যাপারে কী কথা হয়েছে তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। বরং এক্স হ্যান্ডেলে উপ রাষ্ট্রপতির সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, “রাজ্যের বর্তমান বিষয়ে উপরাষ্ট্রপতি কৌতূহলী।”

অন্যদিকে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে ২৬ সালে বিজেপি বাংলা দখলের ছক কষছে বলে বুধবার বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অভিযোগকে নসাৎ করে বৃহস্পতিবার রাজ্যের বিরুদ্ধেই বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনভাবে একথা বলেছেন। ইলেক্টোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? জেলাশাসক!”
এরপরই শুভেন্দুর দাবি, “১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার আমরা ধরেছি। বিধানসভার আগে ডিলিট করাব!”