কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
“মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নাকি নতুন হিন্দু। আমি নাকি এখন হিন্দুত্বের কথা বলছি। উনি জানেন না ওনার দলে থাকার সময় থেকেই দলের মধ্যে থেকে হিন্দুত্ব করেছি।” এভাবেই আজ শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সাবেক তাম্রলিপ্ত তথা অখণ্ড মেদিনীপুরে চৈতন্য মহাপ্রভুর ৫১৬ তম প্রথম আগমন মহামহোৎসব এবং মহাপ্রভুর শ্রীচরণপাদুকার দিব্য দর্শনের শুভ উদ্বোধন করে গৌরাঙ্গ মহাপ্রভু জীউর সম্মুখে সন্ধ্যাকালীন আরতি, প্রদীপ প্রজ্বলন ও প্রণাম নিবেদন করে রাজ্যবাসীর মঙ্গল কামনা প্রার্থনা করে উপস্থিত সকল সনাতনীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বাংলা তথা গোটা ভারতবর্ষের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলায় নিজের রাজনৈতিক কেরিয়ারে হিন্দু ধর্মের জন্য এখনো পর্যন্ত কি কি কাজ করেছেন তার বিস্তারিত পরিসংখ্যান পেশ করে শুভেন্দু বলেন, “জেলার বাইরের কথা বলছি না এই জেলাতেই সব পরিসংখ্যান দিয়ে দেব।”
অন্যদিকে, কুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বিজেপির, পাল্টা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরানো হল! মেচেদায় বিরোধী দলনেতার ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।
মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলায় মমতাকে বিজেপি আক্রমণ করেছিল। মেচেদার শান্তিপুরে তৃণমূলের পথসভা এবং শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয় ! কাউকে কাউকে ছবিতে জুতো মারতেও দেখা যায়।

এদিন তাঁর ছবিতে জুতোর মালা পরানো প্রসঙ্গে শুভেন্দু বলেন, “তৃণমূলের কয়েকজন মুসলমান নেতা আমার গলায় জুতোর মালা পরিয়ে টাঙিয়েছেন। আজ বিকালে। এগুলো যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসেন। আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি। ছবিটা বেশি করে দেখান। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক ঘেঁটে দিয়ে গেছেন। কাঁথিতে হেঁটেছেন ৭ কিলোমিটার। ভাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন। ফাইভ স্টার মিছিল করেছেন। বলেছিলেন, অধিকারীমুক্ত পূর্ব মেদিনীপুর চাই। মানুষ পিসি-ভাইপোমুক্ত করে দিয়েছেন। আমার গলায় জুতোর মালা পরিয়েছেন তৃণমূলের মুসলমানগুলো। সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান। যত দেখাবে, একদম সাফ হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে।”