কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্ব মানতে নারাজ বলে আগেই একাধিকবার বিভিন্ন জনসভা থেকে প্রকাশ্যে জানিয়েছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক।
এবারে সরাসরি শুভেন্দু অধিকারীর নেতৃত্বেও অনাস্থা জানিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল।
একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মন্ডল।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন তাপসী।

এবারে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় এক বছর বাকি থাকতেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন তাপসী।
কেন দলবদল করলেন তাপসী মণ্ডল? সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। বেশ কিছু দায়িত্ব থেকে তাপসীকে তিনি সরিয়ে দিয়েছিলেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া গত মাসে হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের (বিএমএস) সমাবেশে আমন্ত্রণ করা হয়নি তাপসীকে।
খোদ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সভা থেকেই নাম না করে তাপসীর বিরুদ্ধে সুর চড়িয়ে দাবি করেছিলেন, কেউ কেউ অন্য সংগঠন করছেন। দল ভাঙাচ্ছেন!
Suvendu loses Medinipur: ফের মুখ পুড়ল শুভেন্দুর, শুভেন্দুর খাস তালুকে গোহারান হারল বিজেপি
তার পাল্টা দিতে দেখা গেছিল তাপসীকেও। বলেছিলেন সাংসদ হলদিয়া সম্পর্কে কিছু না জেনেই এই মন্তব্য করেছেন। সেই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ পরেই তৃণমূলে এলেন তাপসী মণ্ডল।