ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রেস লিমিটেডের অর্থাৎ শালবনি টাকশালে কন্ট্রাক্টর শ্রমিক ও ড্রাইভারদের ওপর অন্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১ নম্বর গেট যাওয়ার রাস্তার মোড়ে বসে কাজ বন্ধ রেখে গাড়ি চালকরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচিতে নেতৃত্বদেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে। এর পর ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রেসের অর্থাৎ শালবনী টাকশালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্দোলন কার্যের সাথে কথা বলেন এবং তাদের দাবি গুলি বিবেচনা করার আশ্বাস দেন। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া তৃনমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ বলেন ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রেস লিমিটেডের অর্থাৎ শালবনী টাক সালে কনটাকটার এর অধীন ৫৫০ জন শ্রমিক এবং ২৭ জন গাড়ি চালক কাজ করেন।শালবনি টাকশালের ম্যানেজার, আধিকারিক এবং কন্টাক্টর ভিন রাজ্যের।
কন্টাকটার এর অধীনে যে সব শ্রমিক ও গাড়ি চালক কাজ করেন তাদের সাথে কন্টাকটার অন্যায় ভাবে হুমকি দেয় এবং নানা অত্যাচার করে বলে অভিযোগ। এমন কি গাড়ি চালকদের একাউন্টে প্রতিমাসে যে টাকা ঢুকে সেই টাকার অর্ধেক কন্টাকটার কে দিতে হয়। যদি গাড়ি চালকরা টাকা না দেয় তাহলে তাদের উপর অত্যাচার চালানো হয় ।
এমন কি কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়ে। ইতিমধ্যে পাঁচজন গাড়িচালক কে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, যদি সাত দিনের মধ্যে শ্রমিক ও গাড়ি চালকদের দাবি পূরণ করা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি জানান।