ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Saltlake Road Accident: সল্টলেকের ওয়েবেল মোড়ে পথ দুর্ঘটনায় আইটি কর্মীর মাথার উপর দিয়ে চলে গেল বাস, চূড়ান্ত ব্যর্থ বিধাননগরের ট্রাফিক

Saltlake Road Accident: সল্টলেকের ওয়েবেল মোড়ে পথ দুর্ঘটনায় আইটি কর্মীর মাথার উপর দিয়ে চলে গেল বাস, চূড়ান্ত ব্যর্থ বিধাননগরের ট্রাফিক

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। সল্টলেকের ওয়েবেল মোড়ে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। প্রাণ গেল তথ্য প্রযুক্তি কর্মীর। এদিন সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি থেকে বারাসাত রুটে একটি ওয়েবেল মোড়ের কাছ দিয়ে যাচ্ছিল। স্থানীয়....

Saltlake Road Accident: সল্টলেকের ওয়েবেল মোড়ে পথ দুর্ঘটনায় আইটি কর্মীর মাথার উপর দিয়ে চলে গেল বাস, চূড়ান্ত ব্যর্থ বিধাননগরের ট্রাফিক

  • Home /
  • কলকাতা /
  • Saltlake Road Accident: সল্টলেকের ওয়েবেল মোড়ে পথ দুর্ঘটনায় আইটি কর্মীর মাথার উপর দিয়ে চলে গেল বাস, চূড়ান্ত ব্যর্থ বিধাননগরের ট্রাফিক

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। সল্টলেকের ওয়েবেল মোড়ে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। 

সল্টলেকের ওয়েবেল মোড়ে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। প্রাণ গেল তথ্য প্রযুক্তি কর্মীর।

এদিন সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি থেকে বারাসাত রুটে একটি ওয়েবেল মোড়ের কাছ দিয়ে যাচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, ওই বাসটিই ২৫ বছরের ওই যুবতীকে পিছন থেকে ধাক্কা মারে। বাসের চাকা একেবারে মাথায় উঠে যায়।

 

ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানজটেরও সৃষ্টি হয়। ছুটে আসে ট্র্য়াফিক পুলিশ। ছুটে আসেন পথচারীরা। দ্রুত রজনী মাহাতো নামে ওই যুবতীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আর বাঁচানো যায়নি রজনীকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন।

 

স্থানীয় সূত্রে রজনীর বাড়ি ধাপা মাঠপুকুরে। ইতিমধ্যেই দুর্ঘটনার খবর গিয়েছে তাঁর পরিবারের কাছেও। হাসপাতালে এসেছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা পরিবারে। ইতিমধ্যেই ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

সম্প্রতি বিধান নগর এবং নিউ টাউনের বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে অভিযোগ তথ্যপ্রযুক্তি কর্মীদের একাংশের।

তার সঙ্গে যোগ হয়েছে বেসরকারি বাস কন্ডাক্টর এবং চালকদের অমানবিক আচরণ এবং টাকার লোভে বেপরোয়া গতিতে ছোটার ঘটনা বেলাগাম হারে বেড়ে যাওয়া।

আজকের খবর