সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বিয়ে করেছেন মাত্র দিন কয়েক। এখনো মাস কাটেনি।
তার মধ্যেই সন্তান হারালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু।
রহস্যজনকভাবে মৃত্যু হল দিলীপ ঘোষের স্ত্রী রিংকু মজুমদারের প্রথম পক্ষের ছেলে প্রীতমের।
বিয়ের আগেই হবু বাবা দিলীপ ঘোষের সঙ্গে ইডেন গার্ডেনে কেকেআরের ম্যাচ দেখতে গেলেও আশ্চর্যজনকভাবে মায়ের বিয়েতে উপস্থিত ছিলেন না প্রীতম।

আজ বিধান নগর হাসপাতালে মৃত্যু হয় রিংকুর ছেলে প্রীতমের।
www.kolkatasaradin.com
(বিস্তারিত আসছে একটু পরেই)