ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভুরকুন্ডি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম শান্তনু মাহাতো, তার আনুমানিক বয়স ২৭ বছর।
তার বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়া গ্রামে। জানা গেছে, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন শান্তনু মাহাতো নামে ওই যুবক ।
তার পরিবারের লোকেরা বিভিন্ন এলাকায় খোঁজা খুঁজি করে ও তাকে মঙ্গলবার খুঁজে পায়নি।বুধবার সকালে সাঁকরাইল ব্লকের ভুরকুন্ডি এলাকার পুকুরে এক যুবকের মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় রা।
মৃত ব্যক্তির চোখে, মুখে আঘাতের একাধিক দাগ রয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ টি সনাক্ত করে মৃত যুবকের পরিবারের লোকেরা।স্থানীয়রা বিষয়টি সাঁকরাইল থানার পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
সেই সঙ্গে কি কারনে ওই যুবকের মৃত্যু হয়েছে তা ক্ষতিয়ে দেখার জন্য পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই ঘটনা কে কেন্দ্র করে মৃত যুবকের পরিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।