সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
জন্মদিনেই নতুন করে ফিরে এলেন অভিষেক। ফের দলের সংগঠনে সক্রিয় হয়ে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নিজের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ ৩৮ বছর বয়সে পা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেক কাটার পর কালীঘাটের দলীয় কার্যালয়ে যান। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তিনি সেরে ফেলেছেন বলেও জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দলে বড় সাংগঠনিক রদবদল হচ্ছে। আর আনুগত্য নয়, পারফরম্যান্সই শেষ কথা।’ গত ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠানে মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, লোকসভা নির্বাচনের ফল খারাপ যেখানে হয়েছে, সেখানে নেতৃত্ব বদল করা হবে। তারপর আজকের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
সামগ্ৰিকভাবে দীর্ঘদিন পর তৃণমূলে বড় রদবদলের আভাস মিলছে, যার পুরোপুরি বাস্তবায়ন হতে পারে উপনির্বাচন শেষে। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই নেতৃত্ব পরিবর্তনের প্রস্তাব জমা পড়ে গিয়েছে। গত ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের পর নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। এখন সেই ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে।
সূত্রের দাবি, দলের ১২৫টি পুরসভায় নেতৃত্বের রদবদল হবে। বিশেষ করে যেসব এলাকায় তৃণমূলের খারাপ ফল হয়েছে, সেসব পুরসভায় কাউন্সিলর, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের ভূমিকা পুনঃমূল্যায়ন করা হবে। ২০২৪ সালের নির্বাচনের ফলাফলকেই এই পরিবর্তনের মূল মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে। এছাড়া, দলের সাংগঠনিক স্তরেও পরিবর্তন আসতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ৩৫টি সাংগঠনিক জেলার মধ্যে ১০-১২টি জেলার সভাপতির বদল করার পরিকল্পনা করেছেন। সূত্রের খবর, নেতৃত্বের পরিবর্তন শুধুমাত্র আনুগত্যের ভিত্তিতে নয়, কর্মদক্ষতা ও পারফর্ম্যান্সের ওপর গুরুত্ব দেওয়া হবে। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।