শোভন গায়েন। কলকাতা সারাদিন।
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও । দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সমঝোতা হলেও আজ মঙ্গলবার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর তরফে একাধিক বিমান বাতিল করা হয়েছে। মঙ্গলবার জম্মু, শ্রীনগর, অমৃতসর, চণ্ডীগড় সহ অনেক সীমান্তবর্তী শহরে ফ্লাইট বাতিল করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সাথে, ইন্ডিগো জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে। উল্লেখ্য সোমবারই, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) ৩২টি বিমানবন্দর পুনরায় চালু করার ঘোষণা করেছে।
পাকিস্তানের সাথে সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি যে ভারত এত বড় সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ভারতের আক্রমণে ‘১০০ জনেরও বেশি ভয়ঙ্কর জঙ্গি নিহত হয়েছে’।
তিনি বলেন, “সন্ত্রাসবাদীরা ভারতের মা-বোনদের সিঁদুর মুছে দিয়েছিল। এখন সেনাবাহিনীর পদক্ষেপ জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে ।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেন যে, যদি পাকিস্তানের সাথে আলোচনা হয়, তাহলে তা হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে,পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।”

মোদীর ভাষণের কিছু সময় পরই সোমবার রাতে ভারতের আকাশে সন্দেহজনক ড্রোনের দেখা মেলে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, “জম্মু ও কাশ্মীরের সাম্বার কাছে অল্প সংখ্যক সন্দেহভাজন ড্রোন” লক্ষ্য করা যাচ্ছে, এবং “আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই”।