ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Mamata helps SSC group C D : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি অনুদান

Mamata helps SSC group C D : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি অনুদান

সুমন তরফদার। কলকাতা সারাদিন। প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আদালতের আইনি যাঁতাকলে নতুন করে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পড়তে না হয় তার জন্য মমতা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস করিয়ে নিলেন বিশেষ সরকারি অনুদানের প্রকল্প। বুধবার....

Mamata helps SSC group C D : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি অনুদান

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Mamata helps SSC group C D : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি অনুদান

সুমন তরফদার। কলকাতা সারাদিন। প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আদালতের আইনি যাঁতাকলে নতুন করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আদালতের আইনি যাঁতাকলে নতুন করে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পড়তে না হয় তার জন্য মমতা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস করিয়ে নিলেন বিশেষ সরকারি অনুদানের প্রকল্প।

বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের ঘোষণা করেন তিনি। মমতা জানিয়েছেন, চাকরিহারাদের জন্য প্রকল্প তৈরি করছে রাজ্য সরকার। তাঁদের মাসিক অনুদান দেওয়া হবে। চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে ২৫ হাজার এবং চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা মাসে ২০ হাজার টাকা করে পাবেন।

মমতা বলেন, “আমরা বলেছিলাম, গ্রুপ সি ও গ্রুপ ডি-দের কথা বিশেষ করে। ওরা মাইনে পাচ্ছে না, সংসার চালাতে বেশ অসুবিধা হচ্ছে। আদালতে যেহেতু মামলাটি বিচারাধীন আছে, আমরা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি। মামলা উঠলে আদালত যা নির্দেশ দেবে, তা মেনে চলব। কিন্তু ততদিন এই সমসারগুলি কী করে চলবে? তাই আমরা একটা মিটিংয়ে যেমন জানিয়েছিলাম আমরা। আমরা একটা প্রকল্প তৈরি করেছি। এখানে তো কথায় কথায় পিল খায় সব! পিল খেয়ে মানুষকে কিল দেয়, বাংলায়। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। কাজেই গ্রুপ সি ও ডি-দের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে, আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় সংসারগুলি সমস্যায় আছে। তাই আজ রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে, পশ্চিমবঙ্গ শ্রমবিভাগের অধীনে, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিওরিটি নামে একটি প্রকল্প তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, গ্রুপ সি ও ডি কর্মীদের, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে মাসে যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এপ্রিল থেকে ওরা পাচ্ছিল বেতনটা।”

যতক্ষণ পর্যন্ত না আদালতে মিটছে বিষয়টি, তত দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, “কেউ কেউ হয়ত বলবেন দরকার নেই। এটা তাঁদের স্বাধীন মতামত। আমাদের তা নিয়ে কিছু বলার নেই। আমরা ভেবে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেই বলেছিলাম। কার্যকর হল আজ থেকে।”

আজকের খবর