পশ্চিমবঙ্গ সরকারের তাঁত বস্ত্র মেলার শুভ উদ্ধোধন হয়ে গেল হাওড়ার বেলুড়ের শক্তি সংঘ মাঠে। শুক্রবার ৮ দিনব্যাপী ওই মেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, বালির বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, শিল্পীদের তৈরি তাঁত বস্ত্রের সামগ্রী আরও বেশি করে বিক্রি করতে রাজ্য সরকারের উদ্যোগে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। এর ফলে রাজ্যের তাঁত শিল্পীরা খুবই উপকৃত হবেন।
প্রসঙ্গত, এই তাঁত বস্ত্র মেলায় বাংলার তাঁতিদের তৈরি বিভিন্ন ধরনের শাড়ি সহ বিভিন্ন পোশাকের সামগ্রী আনা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাঁতশিল্পীরাও তাঁদের তৈরি সামগ্রী নিয়ে এই মেলায় হাজির হয়েছেন।