পুজোর আগে হাওড়া শহরের বড় মন্ডপগুলি পরিদর্শন পুলিশ কমিশনারের। হাওড়া সিটি পুলিশের সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের বিভিন্ন বড়ো পুজো মন্ডপ মঙ্গলবার পরিদর্শন করেন পুলিশ কমিশনার সহ পুলিশ আধিকারিকরা।
মঙ্গলবার সকালে হাওড়া সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের অন্তর্গত বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেল পরিদর্শন করেন তাঁরা। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এদিন ব্যাঁটরা, হাওড়া, চ্যাটার্জিহাট, দাসনগর, শিবপুর, জগাছা সহ কয়েকটি থানা এলাকার একাধিক মন্ডপ পরিদর্শন করা হয়। স্বামীজী স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল দিয়ে এদিন পরিদর্শন শুরু হয়। মূলতঃ প্রশাসনের নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা দেখা হয়।
প্যান্ডেলের প্রবেশ এবং বাহির পথ আলাদা রাখা, ওপেন স্পেসের প্যান্ডেল, সেফটি প্রোটোকল মানার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, দর্শনার্থীদের প্রবেশ এবং বাহিরের রাস্তা কোথায় রাখা হচ্ছে প্রভৃতি খতিয়ে দেখা হয়। এছাড়াও যানবাহন কিভাবে যাতায়াত করবে, ভীড় কিভাবে সামাল দেওয়া হবে সেই বিষয়টিও এদিন দেখা হয়।
উল্লেখ্য, পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন মন্ডপগুলি ঘুরে দেখেন। এদিন স্বামীজী স্পোর্টিং ক্লাব, বেতড় সার্বজনীন দুর্গোৎসব সমিতি, মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব, নতুনপল্লী সার্বজনীন, জাতীয় সেবাদল, অন্নপূর্ণা ব্যায়াম সমিতি, ব্যাঁটরা নবীন সংঘ, ব্যাঁটরা মহিলা সংঘ, বালিটিকুরি নেতাজি বালক সংঘ এবং ইছাপুর শিবাজী সংঘের মন্ডপ পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা।