রবিবার সকালে এক নাট্যকর্মীরই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল মেদিনীপুর শহরের মীরবাজারের একটি বহুতল আবাসন থেকে। রবিবার সকাল ৯টা নাগাদ বছর ৬২-র এই নাট্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। দীপ্তি পালোধি মাইতি নামে ওই নাট্যকর্মী পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকাও। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
জানা যায়, মেদিনীপুর সদর ব্লকের কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন দীপ্তি পালোধী মাইতি। ২০২৩ সালে অবসর নেন। শিক্ষকতা থেকে অবসর নিলেও নাট্যচর্চা চলছিল জোরকদমে। সম্প্রতি মেদিনীপুর শহরের ‘তরুণ থিয়েটার’ নামক একটি নাট্যগোষ্ঠী প্রযোজিত ‘ফেসবুক ম্যারেজ’, ‘বৃত্তের বাইরে’- প্রভৃতি নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন এই নাট্যকর্মী।
পরিজনদের মাধ্যমে জানা যায়, দীপ্তি দেবীর স্বামী কাজল মাইতিও মেদিনীপুর শহরের এক স্বনামধন্য বাচিকশিল্পী ও নাট্যকর্মী ছিলেন। পেশায় তিনি ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী। বছর কুড়ি আগে তিনিও আত্মঘাতী হয়েছিলেন বলে জানা যায়। তাঁদের একমাত্র মেয়ে ঋতমা মাইতি, নিজের শিশুকন্যাকে নিয়ে দীপ্তি দেবীর সাথে একই আবাসনে থাকতেন বলেও জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে দীপ্তি দেবী নিজের রুমের দরজা না খোলায়, চব্বিশ ঘণ্টার জন্য নিয়োজিত তাঁর পরিচারিকা দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তারপরই উপরের দিকে তাকিয়ে রীতিমতো আঁতকে ওঠেন পরিচারিকা! দেখেন সিলিং থেকে ঝুলছে দীপ্তি দেবীর দেহ! এরপরই পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালী থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মেদিনীপুর তরুণ থিয়েটারের অন্যতম কর্ণধার বিশ্বজিৎ কুন্ডু বলেন, “আমরা মর্মাহত! একজন সুদক্ষ অভিনেত্রী ছিলেন। হঠাৎ কোথা থেক যে কি হল!” দীপ্তি দেবী যে স্কুল থেকে আবসর নিয়েছেন, সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুদ্ধদেব দাস বলেন, “অত্যন্ত গুণী মানুষ ছিলেন। আচার, ব্যবহারও খুব ভাল ছিল। ওঁর স্বামী কাজল মাইতিও একজন নামি শিল্পী ছিলেন। তিনিও এভাবেই আত্মহত্যা করেছিলেন বলে শুনেছি! হয়তো মানসিক অবসাদ থেকেই ম্যাডামও এমনটা করলেন।” পুলিশের প্রাথমিক অনুমান, অবসরপ্রাপ্ত এই শিক্ষিকা ও নাট্যকর্মী মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।