বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
কাস্টিং কাউচ নাকি কেবলই মস্করা? কিন্তু এমন ঠাট্টা কি কর্মক্ষেত্রে করা যায় নায়িকার সঙ্গে? দর্শনা বণিকের সঙ্গে এমনই এক ঘটনা ঘটার পরে প্রশ্ন উঠছে চারদিকে। নিন্দা, সমালোচনায় মুখর ইন্ডাস্ট্রি।
দুই বাংলার মিলন হতে চলেছিল ফের। বাংলাদেশের ছবি ‘লিপস্টিক’-এ কাজ করার সুযোগ পেয়েছিলেন টলিউডের নায়িকা। কিন্তু একটি নিন্দনীয় ঘটনার পর হঠাৎই সব বদলে গেল।
এক সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘‘বাংলাদেশের পরিচালক কামরুজ্জামান রোমান ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু গত এপ্রিল মাসে কলকাতায় এসে আমাকে গল্প শোনান। মে মাসের শেষের দিকে আমাকে সাইন করানোর কথা ছিল।’’
‘‘আমি মেসেজ করে জিজ্ঞাসা করি, আপনারা কোথায়? জহিরবাবু আমাকে প্রশ্ন করেন, প্রোডিউসার জিজ্ঞাসা করেন, নায়িকাকে সাইন করানোর পর কোন রিসর্টে নিয়ে যাবেন? আমি অত্যন্ত রেগে যাই। এই ধরনের কথা না বলার অনুরোধ করি।’’
‘‘উত্তর আসে, এত সিরিয়াস হলে কাজ করব কী করে? আমি বলি, না এই ধরনের কথা যেন আর বলা না হয়। আমাকে জানান, ওঁরা মস্করা করছিলেন। এই কথোপকথনের আগে পর্যন্ত ছবি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কথা হয়েছে।’’
নায়িকার কথায় জানা যায়, হুট করে এর পর সেসব বন্ধ হয়ে যায়। হঠাৎ সংবাদমাধ্যমে দর্শনা জানতে পারেন, ওই ছবিতে বাংলাদেশেরই অন্য নায়িকা কাজ করছেন। বলা হয়েছে দর্শনার ভিসা সংক্রান্ত সমস্যার কারণে এই সিদ্ধান্ত।
দর্শনা জানান, তাঁর ভিসার আবেদনই করা হয়নি। দর্শনার প্রশ্ন, ‘‘হতেই পারে অন্য নায়িকার সঙ্গে কাজ করতে চেয়েছেন তাঁরা। কিন্তু আমাকে মেসেজ করে দু’টি লাইন লিখে কি এটা জানানো যেত না?’’
দর্শনা বক্তব্য, তিনি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে চান না। কিন্তু নির্মাতাদের সঙ্গে নায়িকার শেষ কথা হয়েছিল রিসর্টে নিয়ে যাওয়ার ‘মস্করা’ নিয়ে। তাই বারবার প্রশ্ন উঠছে, সেই ঘটনার ভিত্তিতেই কি তাঁকে ছবি থেকে সরিয়ে দেওয়া হল।
বাংলাদেশের সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, দর্শনার বদলে বাংলাদেশের নায়িকা পূজা চেরি এই ছবিতে অভিনয় করছেন। নায়কের ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে।
অন্যদিকে কর্মক্ষেত্রে একাধিক হিন্দি প্রজেক্টে কাজ করলেও এই প্রথম কোনও মূলধারার বাণিজ্যিক বলিউড সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন দর্শনা। বিক্রম ভাট পরিচালিত থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে টলিউড সুন্দরীকে।

ছবির নাম ‘বিরাট’। জানা গেল এই থ্রিলারধর্মী সিনেমায় দর্শনার সঙ্গে অভিনয় করছেন মিঠুনপুত্র নমাশি চক্রবর্তী। গল্পটা কীরকম? জানা গেল, ব্রিটিশ শাসনকালে উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘বিরাট’-এর চিত্রনাট্য। সেসময়ে রেললাইন তৈরির জন্য শেরাওয়ালির মন্দির ভাঙার চেষ্টা করে ইংরেজরা। সেখান থেকেই গল্প অন্যদিকে বাঁক নেয়। দৈবশক্তিতে বাধাপ্রাপ্ত হয় ইংরেজদের রেললাইন তৈরির কাজ।
সূত্রের খবর, এই পিরিয়ড সিনেমায় বণ্যপ্রাণ সংরক্ষণের বার্তাও দেওয়া হবে। ভিএফএক্স এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জানা গেল, ইতিমধ্যেই মুম্বইতে সেট তৈরি করে কিছু অংশের শুট হয়ে গিয়েছে। বাকিটা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে হওয়ার কথা।

গতে বাঁধা গতানুগতিকতা থেকে বেরিয়ে নিজের মতোন করে স্টাইলকে বেছে নিয়েছেন দর্শনা বণিক। প্রতিনিয়ত একের পর এক ফোটোশ্যুটে তিনি উষ্ণতার পারদ চড়াচ্ছেন। লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। হটনেসের জন্য ফের লাইমলাইটে চলে এসেছেন দর্শনা।

পোশাক ঠিকরে বেরিয়ে আসছে বক্ষ-বিভাজিকা। অভিনেত্রীর হট ক্লিভেজে তাপমাত্রার পারদ চড়েছে সোশ্যাল মিডিয়ায় ।

প্রতিটি ছবিতেই তিনি যেন আলাদা আলাদা স্টাইল স্টেটমেন্টের নজির গড়েছেন। গ্ল্যামারাস দর্শনার এই ছবি দেখতেই সোশ্যাল মিডিয়ায় ভিড় জমছে।

দর্শনার সেক্সি ফিগার দেখতেই হামলে পড়েছেন নেটিজেনদের একাংশ। মুহূর্তের মধ্যে এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।