শোভন গায়েন। কলকাতা সারাদিন।
“মমতা ব্যানার্জীর দুধেল গাইদের আক্রমণে কলকাতার মহেশতলায় তুলসী মন্দির ভাংচুরের ঘটনা আরও একবার পশ্চিমবঙ্গ হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকেই তুলে ধরছে।” রবীন্দ্রনগরের ঘটনার প্রতিবাদ জানাতে হাওয়াই ছুটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অদূরে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে এমন বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শিব মন্দিরের সামনে একটি দোকান ঘরকে কেন্দ্র করে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের মেটিয়াবুরুজের মহেশতলায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছিল। সেই সময় মন্দির ও মন্দিরের সামনে তুলসি মঞ্চ ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ভাঙা তুলসি মঞ্চটি পুনঃস্থাপনের দাবিতে সেটি হাতে নিয়ে আজ বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 
কিন্তু কলকাতা পুলিশ তাদের আটকে দেয়। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির অন্যতম নেতা সপ্তর্ষি চৌধুরী, বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো সহ একাধিক বিজেপি নেতৃত্বকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুকান্ত মজুমদার লিখেছেন, “মমতা ব্যানার্জীর দুধেল গাইদের আক্রমণে কলকাতার মহেশতলায় তুলসী মন্দির ভাংচুরের ঘটনা আরও একবার পশ্চিমবঙ্গ হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকেই তুলে ধরছে। এরই প্রতিবাদে ডায়মন্ড হারবার লোকসভার মেটিয়াবুরুজ বিধানসভার মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে, রবীন্দ্রনগর থানার কাছে একটি তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করতে গেলে চটিচাটা পুলিশ বাধা দেয়, এই ঘটনায় চুপ করে থাকা রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কালীঘাটে ওনার বাসভবনে সেই প্রতিষ্ঠা না করতে দেওয়া তুলসী মঞ্চটি নিয়ে গেলে রাজ্যের চটিচাটা পুলিশ বাধা দান করে।”

বিজেপির যুবনেতা ও আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি বলেন, “মহেশতলায় আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, দুজন সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো মহাশয় সহ একাধিক বিজেপি নেতৃত্বকে আটক করল মমতার পুলিশ। গতকাল যখন পুলিশের উপর আক্রমণ হচ্ছিল তখন তারা পালাচ্ছিল। গতকাল ওখানে তুলসী মন্দির উপরে ফেলা হয় এবং সেটা প্রতিষ্ঠা করতেই যাচ্ছিল বিজেপির প্রতিনিধি দল। মমতার সরকার হিন্দু বিরোধী।”