সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজৎ গঙ্গোপাধ্যায়। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আইসিইউ-তে রাখা হয়েছে তমলুকের বিজেপি সাংসদকে। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত নন তিনি।
শনিবার, ১৪ জুন বমি এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বছর ৬৩-র সাংসদ। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে। সেই সঙ্গে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস ধরা পড়েছে। আপাতত হাসপাতালে রেখেই চিকিৎসা চলবে তাঁর।শনিবার তমলুকের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অভিজৎ গঙ্গোপাধ্যায়। বমি হয়েছে কয়েকবার। তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন। এরপরেই সময় নষ্ট না করে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসককে।আইসিইউ-তে ভর্তি নেওয়া হয়। রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে বিজেপি সাংসদের শারীরিক অবস্থার আপডেট দেওয়া হয়। জানানো হয়েছে, সাংসদ গুরুতর অসুস্থ। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটমক্ত নন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, পেটের সমস্যা ছাড়াও কয়েকটি অন্য জটিলতা রয়েছে। বয়স ৬২ হওয়ায় আরও সাবধানতা অবলম্বন করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরম ও খাদ্যাভ্যাসের গোলমাল থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর ছড়াতেই উদ্বেগ ছড়ায় রাজনৈতিক মহলে। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে জিতে আসা এই বিজেপি সাংসদ আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তাঁর কর্মজীবনের জন্যও পরিচিত। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিসিন ও সার্জারি দু’টি বিভাগের চিকিৎসক দলই তাঁর চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে খবর। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে সাংসদের। রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই গঠিত হয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাসট্রোএন্ট্রোলজি এবং সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তাঁর পরিবার সূত্রে খবর, বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হতে পারে। এদিকে, খবর পেয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পৌঁছন বিজেপির নেতা কর্মীরা। সূত্রের খবর, কলকাতা থেকে প্রায়ই নিজের সাংসদ এলাকা তমলুকে যাতায়াত করেন অভিজিৎ। এছাড়াও, দলের প্রায় প্রতিটি কর্মসূচিতেই তিনি উপস্থিত থাকেন। এমনিতেই গত কয়েকদিন ধরে তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। তারফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে কর্মীদের মধ্যে।