ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sukanta against Wbsedcl Scam :;’গোপন চিরকুট’ ঘিরে বিদ্যুৎ দপ্তরে ঘুষ ও ষড়যন্ত্রের অভিযোগে তোলপাড় রাজনীতি

Sukanta against Wbsedcl Scam :;’গোপন চিরকুট’ ঘিরে বিদ্যুৎ দপ্তরে ঘুষ ও ষড়যন্ত্রের অভিযোগে তোলপাড় রাজনীতি

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগকে ঘিরে ষড়যন্ত্র ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগ সামনে এনে বিতর্কের কেন্দ্রে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ‘গোপন চিরকুট’ প্রকাশ করে অভিযোগ করেছেন, এই....

Sukanta against Wbsedcl Scam :;’গোপন চিরকুট’ ঘিরে বিদ্যুৎ দপ্তরে ঘুষ ও ষড়যন্ত্রের অভিযোগে তোলপাড় রাজনীতি

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sukanta against Wbsedcl Scam :;’গোপন চিরকুট’ ঘিরে বিদ্যুৎ দপ্তরে ঘুষ ও ষড়যন্ত্রের অভিযোগে তোলপাড় রাজনীতি

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগকে ঘিরে ষড়যন্ত্র ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

 

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগকে ঘিরে ষড়যন্ত্র ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগ সামনে এনে বিতর্কের কেন্দ্রে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ‘গোপন চিরকুট’ প্রকাশ করে অভিযোগ করেছেন, এই নথি শুধুমাত্র দুর্নীতির দলিল নয়, বরং বিরোধী দলের নেতাদের উপর ‘সরকারি জুলুম’ চালানোর প্রমাণ।

যদিও তার সত্যতা যাচাই করেনি সকালের শিরোনাম। সুকান্ত এটিকে ‘বিজেপি কার্যকর্তাদের উপর সরকারি জুলুম’ বলে অবিহিত করেছেন ।

নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদারের শেয়ার করা ওই ‘চিরকুট’-এ লেখা আছে : “প্রিয়, জনাব মফেজবাবু আপনি যে লোক পাঠিয়েছেন কর্মী নিয়োগ সংক্রান্ত ব্যাপারে তাহার নিকট হইতে ৬,৫২,০০০ (ছয় লাখ বাহান্ন হাজার টাকা) বুঝিয়া পাইলাম। আপনাকে গোপন পত্র সেই ব্যক্তির হাত দিয়ে পাঠাইলাম।

আপনার এবং এমএলএ তোরাফ হোসেন মন্ডল মহাশয়ের কথামতো বিজেপির মন্ডল সভাপতি সুশিল মাঝিকে বিদ্যুৎ চুরির অভিযোগের থানায় দায়ের করি ও *#* টাকা ফাইন করি। কিন্তু সুশীল মাঝি কোর্ট থেকে রায় নিয়ে আসিলেন পুনরায় বিদ্যুৎ সংযোগ পাইবার জন্য। আপনি বিষয়টি দেখবেন।” ওই চিরকুটের একেবারের নিচে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের রাজ্য বিদ্যুৎ দপ্তরের এসেন ম্যানেজারের স্বাক্ষর ও সিল দেওয়া আছে।

সুকান্ত মজুমদার প্রতিক্রিয়ায় লিখেছেন, “এই গোপন চিরকুট রিসিপ্ট শুধু বাংলার মেধাবী যোগ্যতাসম্পন্ন যুবসমাজকে প্রতারিত করতে তৃণমূলের ‘বৃহত্তর চক্রান্ত’-এর একটি দলিল নয়, বরং একটি চাক্ষুষ প্রমাণ কিভাবে জেলায় জেলায় বিজেপি কার্যকর্তাদের উপর সরকারি জুলুম অব্যাহত রয়েছে!”

পাশাপাশি এই গোপন চিরকুটে উল্লেখিত ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে এনে সুকান্ত লিখেছেন, “চিরকুটের লেখা অনুযায়ী, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার স্টেশন ম্যানেজার ‘গোপন চিরকুটে’ মফেজ বাবুকে (জেলা পরিষদের তৎকালীন পূর্ত কর্মাধ্যক্ষ এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর সাধারণ সম্পাদক) জানাচ্ছেন – কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ের জন্য তাঁর পাঠানো লোকের থেকে তিনি ৬ লক্ষ ৫২ হাজার টাকা পেয়ে গিয়েছেন! পাশাপাশি – মফেজ বাবু এবং তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের নির্দেশ মতো বিজেপির একজন সক্রিয় মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মতো গুরুতর অভিযোগ থানা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আড়াই লক্ষ টাকা ফাইনও করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করা হয়েছে! কিন্তু বিজেপির সেই মণ্ডল সভাপতি আদালতে দিয়ে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার জন্য রায় নিয়ে এসেছেন। এখন স্টেশন ম্যানেজার এই বিষয়টি স্থানীয় বিধায়ককে দেখতে অনুরোধ করছেন।”

এখানেই না থেমে বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং মুখ্যসচিবকে অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে এই চিরকুটের সত্যতা জনসমক্ষে আনতে হবে। কিভাবে একটি স্থানীয় তৃণমূল নেতা এবং বিধায়কের সুপারিশে বিরোধী রাজনৈতিক দলের কর্মীর উপর প্রতিহিংসা চরিতার্থ করতে বিদ্যুৎ চুরির মিথ্যা কেস দেওয়া হয় এবং বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরে টাকা পৌঁছে দিয়ে নিয়োগ করা হয় তা সামনে আসা দরকার। নাহলে এই দুর্নীতি এবং প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেবো।”

আজকের খবর