সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…। দেশের একের পর এক ভাজপা শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাংলায় কথা বলার অপরাধে যখন বাঙ্গালীদের উপরে অত্যাচার হচ্ছে এবং বাংলা ভাষার বিরোধিতা করছে কেন্দ্রের শাসক দল সেই সময় দাঁড়িয়ে এবারের দুর্গাপূজা উপলক্ষে নতুন গান লিখলেন মমতা। আজ বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মমতার লেখা গান গেয়ে শোনান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
মমতা নিজেও অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনানোর পাশাপাশি জানান ইতিমধ্যেই প্রায় দেড় হাজার কবিতা লিখে ফেলেছেন তিনি। পাশাপাশি এবারের দূর্গা পূজা উপলক্ষে মমতার লেখা ১৭ গান মুক্তি পাবে। অধিকাংশ গানই ইতিমধ্যে সুর তৈরি হয়ে গিয়েছে।
বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ এবং বিধানসভার সমস্ত কর্মীদের মধ্যে আকর্ষণীয় করে তোলার জন্য বিধায়কদের কাছ থেকে চাঁদা তুলে পুরস্কার চালু করার প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী।
নিজের কবিতা আবৃত্তি করার পরে তিনি বলেন, মাঝেমাঝে হালকা হাসি ঠাট্টা করা দরকার। কাঞ্চন পারফর্ম করতে পারত তো। মদন ভালো গান গায়। অনেকেই আছেন তারা ভাল পারফর্ম করতে পারেন। আমার পারফরমেন্স আমি করে দিয়ে গেলাম।