শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।
‘আপনারা এত শঙ্কিত কেন? জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধনের যে কাজ শুরু করেছে সেই কাজ ওদের সম্পূর্ণ করতে দিন।’ এমন পর্যবেক্ষণ জানিয়ে বাংলা এবং তামিলনাড়ুতে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আগামী বছর যেখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই জাতীয় নির্বাচন কমিশন কেন এত তাড়াহুড়ো করে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু করেছে সেই প্রশ্ন তুলে তার স্থগিত করে দেওয়ার জন্য তামিলনাড়ুর ক্ষেত্রে আবেদন জানিয়েছিল কংগ্রেস ডিএমকে এবং সিপিআইএম। অন্যদিকে বাংলার ক্ষেত্রে আবেদন জানিয়েছিল তৃণমূল এবং কংগ্রেস।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে ডিএমকের আইনজীবী কপিব সিব্বল সওয়াল করেছে, মারাত্মক তাড়াহুড়ো করে এবার এসআইআর করা হচ্ছে। অতীতে ভোটার তালিকা সংশোধন করতে বছরতিনকে মতো লাগত। অথচ এখন এক মাসেই সেই কাজটা সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। আর তার ফলে শেষপর্যন্ত লাখ-লাখ মানুষের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে।
সেই সওয়ালের প্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। তবে সেই নোটিশ জারি করার সময় মামলাকারীদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, যদি সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়, তাহলে এসআইআরকে অবৈধ করে ঘোষণা দেওয়া হতে পারে। পাশাপাশি আইনজীবী কপিল সিব্বলকে দুই বিচারপতি বলেন, ‘আপনি পালটা হলফনামা জমা দিন। আমরা নোটিশ জারি করছি। আমরা যদি সন্তুষ্ট হই, তাহলে আমরা এই প্রক্রিয়াটি বাতিল করে দেব। প্রতিটি রিট পিটিশনের ক্ষেত্রে আমরা নোটিশ জারি করছি।’
বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ নতুন এই আবেদনগুলির বিষয়ে দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে।
মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট মাদ্রাজ ও কলকাতা হাইকোর্টকেও তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে দায়ের করা যে কোনও আবেদন বিবেচনা স্থগিত রাখতে বলেছে। এ ছাড়াও, তামিলনাড়ুতে এই অনুশীলনকে সমর্থন করে এআইএডিএমকে-এর দায়ের করা একটি হস্তক্ষেপ আবেদন তালিকাভুক্ত করার অনুমতিও দেওয়া হয়েছে।

গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে, আগামী বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর অনুশীলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং পশ্চিমবঙ্গে ২০২৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অসমের জন্য, যেখানে ২০২৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে ভোটার তালিকা সংশোধনের ঘোষণা পরবর্তীতে আলাদাভাবে করা হবে। এসআইআর অনুশীলনের দ্বিতীয় পর্ব ৪ নভেম্বর শুরু হয়েছে এবং ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এবং চূড়ান্ত ভোটার তালিকা ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।