সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ইংরেজি নববর্ষের সেলিব্রেশনের আবহাওয়া এবার দলের নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য ২ জানুয়ারি থেকেই পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ রাজ্যজুড়ে তৃণমূলের প্রায় পাঁচ হাজারের বেশি নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ঠিক করে দিলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ঝাঁপানোর গাইডলাইন।
দলীয় সূত্রে খবর, আগামী বছরের এপ্রিলের কাছাকাছি সময়ে বিধানসভা নির্বাচন হবে। তাই এখন থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২১৫টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার লক্ষ্য সেই ফলকে ছাপিয়ে যাওয়া এবং জয়ের ব্যবধান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন সাংসদ অভিষেক। অভিষেকের বক্তব্যে মূলত তিনটি বিষয় উঠে এসেছে-এক, ভোটার তালিকা সংশোধন, দুই বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা এবং তিন, কেমন করে মানুষের আস্থা ধরে রাখা হবে তার রূপরেখা তৈরি করে দেন তিনি।
পাশাপাশি যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায় তাঁদের সমস্যা সমাধানে জোর দিতে বলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেকের নির্দেশ, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। কোনও প্রকৃত ভোটার যেন বাদ না পড়ে সেটাই যেন মূল লক্ষ্য হয়।
তিনি জানান, বিজেপিকে একমাত্র সরাসরি নির্বাচনী লড়াইয়ে পরাজিত করার ক্ষমতা এখনও তৃণমূলের হাতেই রয়েছে। তাই আত্মতুষ্টিতে না ভুগে রাজ্য সরকারের প্রকল্পগুলি নাগরিকদের দুয়ারে দ্রুত পৌঁছে দিতে হবে। শক্তিশালী নির্বাচনী ফলাফলই বিজেপির নানা অভিযোগের সবচেয়ে বড় জবাব হবে। তাই সেই কাজে এখন থেকেই নেমে পড়তে নিদ্দেশ দেন অভিষেক।
রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, উন্নয়নমূলক কাজ এবং জনমুখী সিদ্ধান্তগুলি আরও জোরালভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী-সহ বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্পের সুফল তুলে ধরে কেন্দ্র ও রাজ্যের প্রকল্পের পার্থক্য তুলে ধরতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২ জানুয়ারি থেকেই প্রচারের কাজে নেমে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কর্মসূচি এখনো পর্যন্ত ঠিক হয়েছে সেই অনুযায়ী জানা গিয়েছে, আগামী দুই জানুয়ারী বারুইপুরের ফুলতলায় জনসভা করবেন, ৩ জানুয়ারি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, চার জানুয়ারি বীরভূম, ৫ জানুয়ারি বিষ্ণুপুর, ৭ জানুয়ারি উত্তরবঙ্গের ইটাহার, ৮ জানুয়ারি যাবেন মালদহ, ১৩ জানুয়ারি যাবেন কোচবিহার এবং ১৫ জানুয়ারি ঝড় তুলবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথিতে।