ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • WB Governor vs Kalyan Banerjee : রাজ্যপালের থানায় অভিযোগ দায়েরের পর বিস্ফোরক কল্যাণ, ‘ফালতু, থার্ড গ্রেডেড লোক’

WB Governor vs Kalyan Banerjee : রাজ্যপালের থানায় অভিযোগ দায়েরের পর বিস্ফোরক কল্যাণ, ‘ফালতু, থার্ড গ্রেডেড লোক’

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন বাংলার রাজ্যপাল। রাজভবনে ভাজপা নিয়ন্ত্রিত দুষ্কৃতীদের আখড়া তৈরি হয়েছে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন তার প্রেক্ষিতেই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে কলকাতা....

WB Governor vs Kalyan Banerjee : রাজ্যপালের থানায় অভিযোগ দায়েরের পর বিস্ফোরক কল্যাণ, ‘ফালতু, থার্ড গ্রেডেড লোক’

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • WB Governor vs Kalyan Banerjee : রাজ্যপালের থানায় অভিযোগ দায়েরের পর বিস্ফোরক কল্যাণ, ‘ফালতু, থার্ড গ্রেডেড লোক’

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন বাংলার রাজ্যপাল। রাজভবনে ভাজপা নিয়ন্ত্রিত দুষ্কৃতীদের আখড়া তৈরি হয়েছে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন তার প্রেক্ষিতেই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। তবে রাজ্যপাল তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেও তাতে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে রাজ্যপালের অভিযোগ জানানোর প্রসঙ্গে কল্যাণ স্পষ্ট জানিয়ে দেন, একটা চিঠি দেওয়া মানেই এফআইআর নয়। আইন আমি সিভি আনন্দ বোসের থেকে বেশি বুঝি। ধারা ছাড়ুন, সিভি আনন্দ বোসকে ছাড়ব নাকি আমি? ও যা ইচ্ছা করুক। ওই রকম হাজারটা সিভি আনন্দ বোস দেখছি। ফালতু লোক, থার্ড গ্রেডেড লোক। আবার বলছি থার্ড গ্রেডেড লোক। উস্কানিমূলক কথা উনি বলেছেন। যত ধারা বলল সব ওর ক্ষেত্রে অ্যাপ্লাই করা উচিত।

প্রসঙ্গত বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল জয় পাওয়ার প্রেক্ষিতে উচ্ছ্বসিত হয়ে বাংলার রাজ্যপাল সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির নেতাদের সুরে বাংলায় ব্যালটের বদলে বুলেটে ভোট হয় বলে দাবি করেছিলেন প্রকাশ্যে। রাজ্যপালের সেই মন্তব্যের প্রেক্ষিতে গত শনিবার তৃণমূলের লিগাল সেলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন। সবার হাতে একটা বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন।দিয়ে বলছেন, তৃণমূলকে মেরে এসো। আগে এগুলো বন্ধ করতে হবে।

কল্যাণের এই মন্তব্যের পরেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে প্রমাণ করার জন্য নিজেই বিচারকের ভূমিকায় দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন আধা সামরিক বাহিনীর জওয়ানদের ডেকে রাজভবন তল্লাশির ফটোশুট করেন গতকাল। স্বাভাবিকভাবেই ভাজপা নিয়ন্ত্রিত রাজ্যপালের বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ খুঁজে পায়নি ভাজপা শাসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আধিকারিকরা। যদিও সেই তল্লাশি রিপোর্টকে ভিত্তি করেই কল্যাণের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হলো রাজভবন থেকে। গতকাল রাজভবনে এই তল্লাশি অভিযানের ফটোশুট শেষ হওয়ার পরে কল্যাণকে হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের খবর